মহামারী করোনার কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধের পর অবশেষে আজ থেকে মসজিদে জুমার নামাজ আদায়ের অনুমতি দেয় ওমান সুপ্রিম কমিটি। দুই সপ্তাহ আগ থেকেই ওমানের প্রতিটি শহরে অবস্থিত সুলতান ক্বাবুস মসজিদ গুলোর সৌন্দর্য বর্ধনের কার্যক্রম ছিলো চোখে পড়ার মত, যা ইতিপূর্বে ঈদকে ঘিরেও এমন আমেজ লক্ষ্য করা যায়নি।
আজ ফজরের পর থেকে গোটা ওমানেই কেমন যেন একটা ঈদের আমেজের মত পরিস্থিতি লক্ষ করা গেছে। দেশটির মুসান্দাম থেকে মুহাম্মদ শরীফুল ইসলাম নামে এক বাংলাদেশী প্রবাসী বলেন, “ফজরের পর থেকেই মনের মধ্যে অন্যরকম আনন্দ ঠিকরে পড়ছিলো। জুমার দিন স্বভাবতই ফজরের পর মর্নিং ওয়ার্ক শেষে বাচ্চাকাচ্চা নিয়ে সমুদ্রে সাঁতরাতে যাই। ফিরেই কিছুক্ষণ বিশ্রাম নেই। কিন্তু আজ চোখে ঘুম নেই।
মুসান্দামের কেন্দ্রীয় কাবুস রয়্যাল মসজিদের পাশেই আমার বাসা। প্রায় ৫ ওয়াক্ত নামাজ এই মসজিদে পড়া হয়ে থাকে, আজকে একই মসজিদকে ভিন্ন আঙ্গিকে দেখার তর সইছেনা, অনেক দুর দূরান্ত থেকে মুসুল্লিরা এসে ভীর করবে সেই হালচাল দেখতে উদগ্রীব হয়ে আছি।
জুমার আজানের ৪০ মিনিট আগে একটা কাজে বের হয়ে দেখি মসজিদের চতুর্পাশের পার্কিং সব টইটম্বুর, রাস্তার পাশেও লোকজন গাড়ী রাখা শুরু করেছে, ভাবলাম কাজ পরে করবো, আগে মসজিদের ভিতরে জায়গা ধরি। কিন্তু আজানের ৪০ মিনিট আগেই দেখি মসজিদের ভিতরে মুসুল্লি ভরপুর! ভিতরে জায়গা না পেয়ে বারান্দায় এসে দেখি সেখানেও মুসুল্লিতে ভর্তি।
মসজিদে মুসুল্লিদের জন্য স্বাস্থ্য সতর্কতা মূলক ব্যবস্থা ছিলো চোখে পড়ার মতো। নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন মুসুল্লিদের রাস্তার উপর লাইন করে দিচ্ছে। রাস্তার উপর প্রচন্ড গরমে আমরা বসে আছি। কিন্তু দীর্ঘ ১৮ মাস পর মসজিদে এসে জামাতে নামাজ আদায় করতে পারছি এ ভেবে গরমকে গরমই মনে হয়নি! আধাঘণ্টা পর আজান হলো, সাথেসাথেই খুতবা শুরু। খতিব সাহেব মহান
রবের প্রশংসা ও নবী কারিম সা: এর প্রতি সালাত ও সালামের পর কুরআনের সেই আয়াত দিয়ে খুৎবা শুরু করলেন যার অর্থ “তোমাদের নিকট পছন্দ হয়না এমন অনেক বিষয় আছে যার মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ”
এরপর প্রিয় নবীজীর (স) একটি হাদিসের উল্লেখ করা হয় যার অর্থ হচ্ছে “নিশ্চয়ই মু’মিনের জীবন এক অত্যাশ্চর্য বিষয়, এর পুরো জীবনটাই কল্যাণে ভরা, আর এই কল্যাণ মু’মিন ব্যতীত কারো জন্য নয়; সে যখন বিপদের মুখোমুখি হয় তখন ধৈর্য ধারণ করে, আর এই ধৈর্য ধরণ তার জন্য কল্যাণকর। আবার যখন সে কোন নেয়ামত প্রাপ্ত হয় তখন আল্লাহর শোকর করে, আর এই শোকর তার জন্য কল্যাণ বয়ে আনে”।
সর্বশেষ করোনা আমাদের জন্য কি শিক্ষা নিয়ে এসেছে এবং এর মাধ্যমে মানবজাতির জন্য রবের পক্ষ থেকে আমরা কি কি মেসেজ পেলাম সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে দীর্ঘ দেড় বছর পর চালু হওয়া জু’মার সালাতের খুতবা শেষ হয়।” গত দু’বছরে মোট ৪ টি ঈদের নামাজ থেকে বঞ্চিত ছিলো ওমানের ধর্মপ্রাণ মুসুল্লিরা। অবশেষে আজ জুমার নামাজের মধ্যেই যেন ঈদের আনন্দ খুঁজে পেলেন দেশটির প্রবাসী ও ওমানি নাগরিকরা। জুমার নামাজ শেষে ওমানের সকল মসজিদে মুসলিম উম্মাহর কল্যাণ ও করোনা মহামারী থেকে মুক্তির জন্য দোয়া করা হয়।
লেখকঃ মুহাম্মদ শরীফুল ইসলাম
জুডিশিয়াল ইন্টারপ্রেটার, মুসান্দাম।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post