ওমানে বর্তমানে করোনা মহামারি কিছুটা নিয়ন্ত্রণে। তবে করোনার প্রভাবে দেশটির অর্থনীতিকে বেশ ক্ষতিগ্রস্ত করেছে। যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দেশটির বেসরকারি খাতে। তাই এই খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে দেশটির সুপ্রিম কমিটি। এখন থেকে এই চ্যালেঞ্জ মোকাবেলায় বেসরকারি খাতে বিভিন্ন ব্যবসার স্থায়িত্ব ও ক্ষমতা বাড়ানোর লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কমিটি।
ওমানের বিভিন্ন জাতীয় গণমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী সুপ্রিম কমিটির সর্বশেষ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জুন থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত সরকারী বিভাগ থেকে জারি করা লাইসেন্সের নবায়নে জরিমানা মওকুফ করা হয়েছে। তাই মেয়াদ শেষ হওয়ার আগেই লাইসেন্সে নবায়নের জন্য আহ্বান করা হয়েছে। এছাড়াও নিয়োগকর্তাদের অনুমতি দেওয়া মেয়াদোত্তীর্ণ শ্রম পারমিট নবায়ন করার জন্য যারা এখনও ওমানের বাহিরে আছেন তারাও জরিমানা ছাড়া নিজেদের ওয়ার্ক পারমিট নবায়ন করতে পারবেন। অর্থাৎ ওমানের বাহিরে থাকা প্রবাসীরা আগামী ডিসেম্বর পর্যন্ত তাদের ভিসা বা পতাকা বিনামূল্যে নবায়ন করতে পারবেন।
কমিটি আরো জানিয়েছে, ব্যাংক ও অর্থায়নকারী সংস্থাকে দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বিভিন্ন উপায়ে বিশেষ করে ঋণ প্রদান করে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। টেন্ডার বোর্ডের অধিভুক্ত ’ইসনাদ’ পদ্ধতিতে নিবন্ধন ফি মওকুফ করা হয়েছে। ভূমি ব্যবহার উন্নয়ন ফি, ছোট ও মাঝারি শিল্পের প্রিমিয়াম স্থগিতকরণ, বেসরকারি মালিকানাধীন রিয়েল এস্টেট সম্পত্তির রিয়াদা কার্ডধারীদের প্রদেয় ভাড়া ফি মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিটি স্থানীয়ভাবে এবং বিশ্বব্যাপী মহামারী সংক্রান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এতে উল্লেখ করা হয়েছে, ওমানের বর্তমানে করোনা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। দেশের বিভিন্ন হাসপাতাল, আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা অনেকাংশে কমে এসেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post