করোনা পরিস্থিতির নাকাল অবস্থা থেকে বেশ উন্নতির দিকে যাওয়ায় দীর্ঘদিন বন্ধের পর অবশেষে আগামীকাল শুক্রবার অর্থাৎ ২৪ সেপ্টেম্বর থেকে জুমার নামাজের জন্য মসজিদ গুলো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওমান। দেশটির সুপ্রিম কমিটির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী শুক্রবার থেকে মুসুল্লিরা মসজিদে যেয়ে জুমার নামাজ আদায় করতে পারবেন। তবে বেশকিছু সতর্কতা মূলক শর্ত আরোপ করেছে সুপ্রিম কমিটি।
এরমধ্যে রয়েছে, জুমার নামাজের জন্য মোট ৯০ সময় দেওয়া হয়েছে। এর মধ্যে খুৎবা এবং নামাজ শেষ করতে হবে। নামাজের ৩০ মিনিট পূর্বে মসজিদ খুলতে হবে এবং নামাজ শেষ হওয়ার ৩০ মিনিটের মধ্যে মসজিদ বন্ধ করতে হবে। শুক্রবার জুমার খুৎবার সময় ১০ মিনিটের বেশি নেওয়া যাবেনা। জুমার নামাজের সময় ১৫ মিনিটের বেশি দীর্ঘায়িত করা যাবেনা।
মুসুল্লি ধারণ ক্ষমতার ৫০ শতাংশের বেশি মুসুল্লি নামাজ আদায় করতে পারবেনা। অর্থাৎ পূর্বের তুলনায় অর্ধেক মুসুল্লি নিয়ে মসজিদে জামাতে নামাজ আদায় করতে হবে। শুধুমাত্র করোনার দুইডোজ ভ্যাকসিন নেওয়া মুসুল্লিরা মসজিদে প্রবেশের অনুমতি পাবেন। মসজিদে শারীরিক দুরুত্ব বজায় রাখতে হবে, মাস্ক পরিধান করতে হবে এবং বাসা থেকে জায়নামাজ সাথে করে নিয়ে আসতে হবে।
এ ছাড়াও বেশকিছু সতর্কতা মূলক বিষয় মাথায় রাখতে হবে মুসুল্লিদের। যেমন: নামাজের পর জটলা বেধে বাহিরে দাঁড়ানো যাবেনা। নিজের গাড়ি থাকলে বড় মসজিদে জুমার নামাজ আদায় করা ভালো। কেননা, ছোট মসজিদের তুলনায় বড় মসজিদে মুসুল্লি ধারণ ক্ষমতা বেশি থাকায় সেখানে নামাজ আদায়ের জন্য সুবিধা হবে।
যেহেতু নামাজে জন্য সময় কম, তাই বাসা থেকে ওযু করে যাওয়াই ভালো। সেইসাথে মসজিদে যাওয়ার পূর্বে, মাস্ক এবং ভ্যাকসিনের সনদ সাথে করে নিতে হবে। উল্লেখ্য: করোনা ভ্যাকসিনের দুই ডোজ নেওয়া হয়নি, এমন ব্যক্তিরা মসজিদে জামাতে নামাজ আদায় করতে যেয়ে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তাই যাদের ভ্যাকসিনের ২ডোজ নেওয়া হয়নি এখনো, তাদের জন্য আপাতত নিজ বাসায় নামাজ পড়াই উত্তম।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post