করোনাভাইরাস প্রতিরোধে ওমান জুড়ে চলছে লকডাউন। কিছুটা শিথিল হলেও বিভিন্ন এলাকায় এখনো চলছে লকডাউন। কিন্তু এর মধ্যেও গত মাস জুড়ে প্রায় ৬০ জনের অধিক ব্যক্তি বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করেছে পুলিশ। ওমান পুলিশ অনলাইনে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, গত এপ্রিল মাস জুড়ে চুরি সম্পর্কিত বিভিন্ন অপরাধের অভিযোগে দেশটিতে ৬৪ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ওমান প্রবাসীরা যেভাবে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন
বিবৃতিতে আরওপি আরও জানিয়েছে যে, “এপ্রিল মাসে ওমানের বিভিন্ন এলাকায় ৬১ টি চুরির অপরাধে ৬৪ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ এই অপরাধীদের আটক করতে নাগরিক এবং বাসিন্দাদের সহযোগিতার প্রশংসা করেছে। একই সাথে তাদের সম্পত্তি রক্ষার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার উপর জোর দিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post