মধ্যপ্রাচ্যের দেশ ওমানে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ১২ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সোমবার দেশটির আল ওয়াস্তা প্রদেশের দুকুম অঞ্চল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে মাছ ধরার অপরাধে তাদেরকে গ্রেফতার করে অত্র অঞ্চলের মৎস্য অধিদপ্তর। এ সময় গ্রেফতার কৃতদের কাছ থেকে লাইসেন্সবিহীন চারটি নৌকাও জব্দ করা হয়।
ওমানের আইন লঙ্ঘনকরে মাছ ধরার অপরাধে গ্রেফতার কৃত প্রবাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। এই ১২ প্রবাসী কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ। তবে স্থানীয় প্রবাসীদের সূত্রে জানাগেছে, এরা সবাই বাংলাদেশী নাগরিক।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
উল্লেখ্য: মধ্যপ্রাচ্যের এই দেশটিতে শুধুমাত্র ওমানি নাগরিক ব্যতীত অন্যদেশের নাগরিকদের মাছ ধরা নিষিদ্ধ। তবে খোজ নিয়ে জানাগেছে, দেশটির মাসিরাহ এবং দুকুম সহ বিভিন্ন প্রদেশে পাকিস্তানি, ভারতীয় এবং বাংলাদেশী উল্লেখ সংখ্যক প্রবাসী এই পেশায় কর্মরত রয়েছেন।
সাগরে মাছ ধরতে যেয়ে প্রতি বছর অনেক মৃত্যুর ও খবর পাওয়া যায়। কিন্তু প্রবাসীরা অবৈধভাবে এই পেশায় কাজ করার কারণে তাদের কোনো ক্ষতিপূরণ আদায় করতে পারেন না। অনেক সময় তাদের মৃতদেহ দেশের আনার ক্ষেত্রেও জটিলতা তৈরি হয়। এমতাবস্থায় এই সেক্টরে কর্মরত প্রবাসীদের বৈধতার ব্যাপারে দূতাবাসের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post