ওমানে মালিকের নির্যাতন, চুক্তি অনুযায়ী বেতন না পাওয়া সহ এতদিন নানা ধরনের আইনি জটিলতায় ভুগতেন দেশটিতে বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা। বাংলাদেশী আইনজীবী না থাকায় এবং এ বিষয়ে প্রবাসীদের তেমন কোনো ধারণা না থাকায় অনেকেই এতদিন কোনো আইনি পদক্ষেপ নিতে পারেননি। তবে প্রবাসীদের এই সমস্যা সমাধানে দারুণ এক সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
বুধবার (১৫-সেপ্টেম্বর) দূতাবাসের লেবার ওয়েলফেয়ার উইং থেকে জানানো হয়েছে, এখন থেকে প্রবাসীদের সম্পূর্ণ বিনামূল্যে আইনি সহায়তা দিতে দূতাবাসের পক্ষথেকে একটি ‘ল-ফার্ম’ চালু করা হয়েছে। যেখান থেকে প্রবাসীরা কোনো ধরনের ফি ছাড়াই আইনি সহায়তা নিতে পারবেন। সপ্তাহের প্রতি মঙ্গলবার বেলা ১১ টা হতে দুপুর ০১ টা পর্যন্ত দূতাবাসে এসে বিনামূল্যে এই সেবা গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে দূতাবাস। মুজিববর্ষ উদযাপনের সময় এই কর্মসূচি ঘোষণা করেন রাষ্ট্রদূত মিজানুর রহমান জানান।
রাষ্ট্রদূত মিজানুর রহমানের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওমান প্রবাসীরা। তারা বলছেন, এটি চালু করার কারণে, ওমান প্রবাসীরা অনেক উপকৃত হবেন। সেইসাথে অপরাধের প্রবণতাও কমে আসবে অনেক। এ ছাড়াও শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে দূতাবাসের এমন উদ্যোগ ব্যাপক ভূমিকা রাখতে পারে বলেও আশাবাদী প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post