প্রধানমন্ত্রীর নির্দেশের ছয় দিন পার হলেও এখন পর্যন্ত দেশের কোন বিমানবন্দরে পিসিআর ল্যাব বসানো হয়নি। এমনকি এবিষয়ে অবকাঠামো নির্মাণসহ দৃশ্যমান কোন কার্যক্রমও নেই।
গেলো ৬ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে দেশের তিন বিমানবন্দরে যত দ্রুত সম্ভব করোনা পরীক্ষার র্যাপিড পিসিআর টেস্ট ল্যাব বসানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সেদিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, সম্ভব হলে এক সপ্তাহের মধ্যে ল্যাব বসানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
তারপর থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতর বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে টেস্ট করানোর বিষয়ে তোরজোড় শুরু করে। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরও আসে ডিএমএফআর নামে একটি প্রতিষ্ঠানের ভ্রাম্যমান পিসসিআর ল্যাবকে এই কাজ দেয়া হচ্ছে। কিন্তু প্রতিষ্ঠানটির সক্ষমতা ও পরীক্ষার ফি’র প্রস্তাবনা নিয়ে সমালোচনা শুরু হলে, প্রক্রিয়াটিতে আপাতত ধীরগতি দেখা যাচ্ছে।
সরকারি সফরে ঢাকার বাইরে থাকায় এবিষয়ে কথ বলা সম্ভব হয়নি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এর সাথে। তবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দ্রুত পিসিআর ল্যাব বসাতে আবেদন করা বেসরকারি প্রতিষ্ঠানেগুলোর বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। শিগগিরই ল্যাব বসবে বলেও জানিয়েছেন মন্ত্রণালয়ের ঐ কর্মকর্তা।
এদিকে, ইতিহাদ এয়ারওয়েজ আগেই ঘোষণা দিয়েছিল, ১২ সেপ্টেম্বর থেকে ঢাকা-আবুধাবি রুটে ফ্লাইট চলাচল শুরু করতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের বিমানবন্দরে এখনো র্যাপিড পিসিআর ল্যাব না বসায় শিডিউল ঘোষণা করেও যাত্রী নিতে পারছে না ইতিহাদ এয়ারওয়েজ।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, আমিরাতের বাসিন্দা যাদের বৈধ ভিসা আছে, যারা ছয় মাসেরও বেশি সময় ধরে আমিরাতের বাইরে রয়েছেন, কূটনীতিক ভিসা, আমিরাতের নাগরিক এবং যাদের গোল্ডেন বা সিলভার ভিসা আছে, তারা দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন।
আগেই জানানো হয়েছে- আমিরাত প্রবেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ভ্যাকসিনের পূর্ণ ডোজ নিতে হবে। টিকা নেয়ার অন্তত ১৪ দিন পর ভ্রমন করতে পারবেন যাত্রীরা। এক্ষেত্রে আবুধাবিতে প্রবেশের জন্য বাধ্যতামূলক আইসিএ স্মার্ট ট্রাভেল সার্ভিস রেজিস্ট্রেশন থাকতে হবে।
সংযুক্ত আরব আমিরাত সরকারের নির্দেশনা মতো, ফ্লাইটে ওঠার ৪৮ ঘণ্টার মধ্যে একবার পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করতে হবে এবং দ্বিতীয়বার ফ্লাইটের ছয় ঘন্টার মধ্যে বিমানবন্দরে পৌঁছে পিসিআর পরীক্ষা করতে হবে। দুটি পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে, কিউআর কোডযুক্ত রিপোর্ট সাথে রাখতে হবে যাত্রীদের।
গেলো ৩১ আগস্ট বাংলাদেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও দেশের কোন বিমানবন্দরে পিসিআর ল্যাব না থাকায় আমিরাত যেতে পারছেন না যাত্রীরা। এতে করে চরম বিপাকে পড়েছেন ছুটিতে আটকে থাকা প্রবাসীসহ দুবাইগামী নতুন যাত্রীরাও।
এদিকে, দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত র্যাপিড পিসিআর টেস্ট মেশিন বসানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে করোনা পরিস্থিতির কারণে দেশে আটকে পড়া সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, হাজার হাজার আরব আমিরাত প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাঁরা কর্মস্থলে ফিরতে পারবেন না। তাই কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আটকে পড়া দুবাই প্রবাসীদের ফিরিয়ে নেওয়ার দুই দেশের সরকারের মধ্যে আলোচনা প্রয়োজন।
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান আহমেদ রিয়াজ বলেন, আমরা প্রায় ৪০ থেকে ৫০ হাজার আটকে পড়া দুবাই প্রবাসী বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্টের মেশিন না থাকায় কর্মস্থলে ফিরে যেতে পারছি না। গত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে দেশের তিনটি আন্তর্জাতিক এয়ারপোর্টে ৩ থেকে ৪ দিনের মধ্যে র্যাপিড টেস্টের ল্যাব স্থাপনের নির্দেশ দেন, কিন্তু এ নির্দেশ আজও যথাযথ কর্তৃপক্ষ পালন করেনি।
আহমেদ রিয়াজ আরো বলেন, আজ থেকে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় এয়ারলাইন্স, এমিরেটস এয়ার ও আবুদাবির ইত্তেহাদ এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। কিন্তু আমাদের বিমানবন্দরে র্যাপিড পিসিআর ল্যাব না থাকায় আবারও বাংলাদেশে ফ্লাইট বন্ধ করে দিতে পারে। তিনি বলেন, দুবাইতে আগামী অক্টোবর মাসে এক্সপো-২০২০ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আন্তর্জাতিক সেই বাণিজ্যমেলায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ২২ কোটি টাকা ব্যয়ে একটি প্যাভিলিয়ানের কাজ চলছে।
যদি আরব আমিরাত সরকারের শর্ত অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্টের ল্যাব স্থাপন করা না হয় তবে বিশ্ববাসীর সামনে ডিজিটাল বাংলাদেশ ও অপ্রতিরোধ্য বাংলাদেশকে তুলে ধরতে এই প্রয়াস ব্যর্থ হয়ে যাবে বলেও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post