ভ্যাকসিন গ্রহণ ব্যতীত কোনো প্রবাসীকে ওমান প্রবেশের অনুমতি দেওয়া হবেনা বলে জানিয়েছে দেশটির সরকারি যোগাযোগ কেন্দ্র (জিসি)। আজ বৃহস্পতিবার (২-সেপ্টেম্বর) জিসির বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে টাইমস অব ওমান। এতে বলা হয়েছে, ওমানে আগত সকল প্রবাসীদের দেশটিতে প্রবেশ করতে হলে ওমান সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের যেকোনো একটি ভ্যাকসিনের সম্পুন্ন ডোজ নিতে হবে।
এতে আরো বলা হয়েছে, পহেলা সেপ্টেম্বর থেকে ওমান আগত সকল প্রবাসীদের ওমানের অনুমোদিত করোনা ভ্যাকসিন ফাইজার বায়োনটেক, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, স্পুটনিক ভি, সিনোভ্যাক, মর্ডানা, সিনোফার্ম এবং কোভিশিল্ড অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ টিকা নিতে হবে অথবা জনসন অ্যান্ড জনসনের একটি ডোজ নিলেও চলবে। সেইসাথে ভ্যাকসিন নেওয়ার ১৪ দিন পূর্বে ওমান প্রবেশের অনুমতি দেওয়া হবেনা বলেও উল্লেখ করা হয়েছে।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
জিসি আরো জানিয়েছে:
১. ওমানী নাগরিক এবং তাদের পরিবার ওমানে যাওয়ার আগে ভ্যাকসিন গ্রহণ করতে হবে।
২. প্রবাসী নাগরিকদের অবশ্যই ওমান প্রবেশের ১৪ দিন আগে ভ্যাকসিন গ্রহণ করতে হবে। যারা ওমান প্রবেশের অনুমতি পাবেন তাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং পিসিআর পরীক্ষায় করোনা রিপোর্ট পজিটিভ আসলে ইলেকট্রনিক ট্র্যাকিং ব্রেসলেট পরতে হবে এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মেনে চলতে হবে।
৩. ওমানে বসবাসরত বৈধ আবাসিক কার্ডধারী প্রবাসী, সরকারি ও বেসরকারি খাতের কর্মচারী যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের দ্রুত ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে।
এদিকে আজ পৃথক এক প্রজ্ঞাপনে ওমানের সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, এখন থেকে ওমান প্রবেশের ক্ষেত্রে কোভিড ইনস্যুরেন্স বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ থেকে কোনো যাত্রী ওমান প্রবেশের পূর্বে এক মাসের জন্য কোভিড ইনস্যুরেন্স করতে হবে এখন থেকে। অন্যথায় ওমান প্রবেশের অনুমতি মিলবেনা বলে জানিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি। তবে যাদের ব্যক্তিগত বা কোম্পানির বীমা করা আছে। তাদের জন্য নতুন করে স্বাস্থ্য বীমা করার দরকার নেই বলে জানিয়েছে সিএএ।
এদিকে, আগামী পহেলা অক্টোবর থেকে দেশটিতে করোনা ভ্যাকসিনের এক ডোজ গ্রহণকারীদের কোনো প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির সরকারি যোগাযোগ কেন্দ্র (জিসি)। এক বিবৃতিতে জিসি জানিয়েছে, “আগামাী ১ অক্টোবর থেকে সরকারি ও বেসরকারি খাতে কর্মরত নাগরিকদের প্রতিষ্ঠানে প্রবেশের জন্য এবং পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারকারীদের অবশ্যই করোনা ভ্যাকসিনের দুইটি ডোজ গ্রহণ করতে হবে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post