যেসকল প্রবাসীরা করোনা ভ্যাকসিনের একটি ডোজ গ্রহণ করেছেন, তারাও ওমান প্রবেশ করতে পারবেন। ওমান অবজারভারের এক সংবাদে এমন তথ্য জানানো হয়েছে। গতকাল ওমান অবজারভারের উক্ত সংবাদে বলা হয়, যেসকল প্রবাসী করোনা ভ্যাকসিনের একটি ডোজ গ্রহণ করেছেন তারা ওমান ফিরে আসতে পারবেন তবে অবশ্যই তাদের কোয়ারেন্টাইনের সকল প্রোটোকল অনুসরণ করতে হবে।
জানাগেছে, যেসকল প্রবাসীরা ওমান থেকে ১ ডোজ ভ্যাক্সিন দিয়ে দেশে এসেছেন এবং দেশে দ্বিতীয় ডোজ দেয়ার নিয়ম না থাকায় দেশে এসে দ্বিতীয় ভ্যাক্সিন গ্রহণ করতে পারেননি, তারাও ওমান প্রবেশ করতে পারবেন। তবে তাদেরকে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে ৮ম দিনে পুনরায় পিসিআর পরীক্ষা করে তারপর বাসায় যাওয়া যাবে।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
তবে ওমান প্রবেশ করবে এমন সকল যাত্রীদের জন্য eMushrif সার্টিফিকেট গ্রহণ করা বাধ্যতামূলক, এই eMushrif ফরম পূরণ করতে হবে ফ্লাইটের পূর্বে করোনা নেগেটিভ সার্টিফিকেট পাওয়ার পরপরই। বাংলাদেশের এয়ারপোর্টে যাওয়ার সময় এই eMushrif সার্টিফিকেট সাথে নিয়ে যেতে হবে, যদি eMushrif ফরম সাথে না থাকে তাহলে যাত্রীকে বোডিং পাস দেয়া হবে না এবং সেই যাত্রী বিমানে উঠতে পারবে না।
eMushrif সার্টিফিকেট পাওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে??
১. ভিসা বা রেসিডেন্ট কার্ড এর কপি
২. পাসপোর্ট এর মেইন পাতার কপি
৩. টিকেট এর কপি
৪. ভ্যাক্সিন সনদ
৫. করোনা নেগেটিভ সনদ
একই সাথে ওমান পৌছার পর যে করোনা টেষ্ট করা হবে সেই পরিক্ষা বাবদ ২৫ রিয়াল ফি জমা দিতে হবে। ওমান এয়ারপোর্টে কোন ধরনের ক্যাশ বা কার্ডের মাধ্যমে এই ২৫ রিয়াল পরিশোধের কোনো ব্যবস্থা না থাকায় ওমান যাওয়ার পূর্বেই এই ২৫ রিয়াল পরিশোধ করতে হবে এবং eMushrif পেপারের সাথে যুক্ত করে তারপর ওমানের উদ্দেশ্যে ভ্রমণ করতে হবে।
eMushrif এবং করোনা পরিক্ষার ফি জমা দেয়ার জন্য ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড বাধ্যতামূলক। এমতাবস্থায় ওমানের পরিচিত কারো মাধ্যমে এই ২৫ রিয়াল পরিশোধ করতে পারবেন প্রবাসীরা। অথবা ওমানের যেকোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমেও পরিশোধ করতে পারবেন।
এদিকে, ওমানের নাগরিক এবং প্রবাসীদের মাঝে সমানতালে ভ্যাকসিন দেওয়ায় দেশটিতে দ্রুত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে বলে ধারণা করা হচ্ছে। করোনা নিয়ন্ত্রণে আসায় আজথেকে দেশটিতে বেশকিছু বিধিনিষেধ সহজ করা হয়েছে। তাই যারা ওমানে আসতে আগ্রহী তাদের ওমানে আসতে বেশকিছু বিষয় জেনে নেওয়া দরকার। সেই বিষয়গুলো হলো:
বাধ্যতামূলক টিকা গ্রহণ:
আজ থেকে দেশটির সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশ এবং বিশ্বের যেকোনো দেশ থেকে ওমান প্রবেশের ক্ষেত্রে করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে। দীর্ঘদিন পর আজথেকে দেশটির সকল প্রতিষ্ঠানে শতভাগ কর্মীদের উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে সকল কর্মীদের বাধ্যতামূলক ভ্যাকসিন গ্রহণ করতে হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসের মধ্যেই দেশের সকল নাগরিক করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাবে।
এদিকে ওমানের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও দেশটি থেকে এখনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি যুক্তরাজ্য। সম্প্রতি সাতটি নতুন দেশকে সবুজ তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। তবে আশা করা যাচ্ছে আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর যুক্তরাজ্যের লাল তালিকাভুক্ত দেশ থেকে বের হয়ে আসবে ওমান।
অপরদিকে আজ পহেলা সেপ্টেম্বর থেকে সব ধরনের ভিসা প্রদান শুরু করছে ওমান। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, কেবলমাত্র তারাই ভিসা পাবে, যারা ওমানের অনুমোদিত করোনা ভ্যাকসিনের দুইটি টিকা গ্রহণ করেছেন এবং সিএএ’র সকল শর্তাবলী মেনে চলবে। একইসাথে চলতি বছরে যেসকল ভিসা ইস্যু হয়েছে, সব ভিসার মেয়াদ ফি ছাড়াই এই বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা সংক্রমণ প্রতিরোধে সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি ২২টি দেশকে সবুজ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। যারা আমিরাতে আসলে কোয়ারেন্টাইন করার প্রয়োজন হবে না। সেই তালিকায় কাতার মালদ্বীপের পাশাপাশি রয়েছে ওমানের নাম। পাশাপাশি ওমানও বেশকিছু দেশকে সবুজ তালিকাভুক্ত করেছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছাড়াও সুদান, ব্রাজিল, নাইজেরিয়া, তানজানিয়া, সিয়েরা লিওন, ইথিওপিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, তিউনিশিয়া, লিবিয়া, আর্জেন্টিনা এবং কলম্বিয়া।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post