মহামারী করোনার কারণে দীর্ঘদিন বন্ধের পর অবশেষে বাংলাদেশ সহ নিষেধাজ্ঞার আওতাভুক্ত ১৮ টি দেশের সাথে ফ্লাইট চালুর ঘোষণা দিলো ওমান। আজ সোমবার (২৩-আগস্ট) ওমান সিভিল এভিয়েশনের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে ওমানের একাধিক জাতীয় গণমাধ্যম।
ওমান সরকারের এই ঘোষণার পর বাংলাদেশ থেকে ওমানের ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে আর কোনো বিধিনিষেধ রইলোনা। তবে ওমান সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের ফুল ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যতীত ওমান প্রবেশের অনুমতি মিলবেনা বলে জানিয়েছে ওমান সিভিল এভিয়েশন।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
শুধুমাত্র যাদের করোনার দুই ডোজ ভ্যাকসিন নেওয়া আছে, কেবলমাত্র তারাই ওমান প্রবেশের অনুমতি পাবেন এমন শর্ত দেওয়া হয়েছে। এ ছাড়াও দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণের ১৪ দিনের মধ্যে ওমান প্রবেশ করতে পারবেন না বলে যাত্রীরা। ফুল ডোজ সম্পন্ন হওয়ার ১৪ দিন পর ওমান প্রবেশ করতে হবে।
ওমান সরকার অনুমোদিত ভ্যাকসিনের মধ্যে রয়েছে, ফাইজার-বায়োনটেক, অক্সফোর্ড / অ্যাস্ট্রাজেনেকা, স্পুটনিক-ভি ও সিনোভ্যাকের তৈরি করোনা ভ্যাকসিন। ওমান প্রবেশের ৯৬ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ থাকতে হবে।
ওমান প্রবেশের পর এয়ারপোর্টে পুনরায় করোনা পরীক্ষা করাতে হবে, এতে রিপোর্ট পজিটিভ আসলে ১০ দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে। নতুন এই নির্দেশনাটি আগামী পহেলা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ওমানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post