ওমানে করোনা মহামারী নিয়ন্ত্রণে সুপ্রিম কমিটি ঘোষিত রাত্রিকালীন লকডাউনের সময়সীমা শেষ হলো আজ। দীর্ঘদিন পর অবশেষে লকডাউন মুক্ত হলো ওমান। এখন থেকে আগের স্বাভাবিক সময়ের ন্যায় দিনে এবং রাতে ব্যবসা বাণিজ্য এবং যানবাহন চলাচল করতে পারবে দেশটিতে। সেইসাথে নাগরিক ও প্রবাসীদের রাত ১০টার পর চলাচলে আর কোনো নিষেধাজ্ঞা রইলো না।
দেশটিতে বেশকিছু দিন ধরে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় রাত্রিকালীন লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কমিটি। এক বিবৃতিতে কমিটি জানিয়েছে, “দেশ জুড়ে চলা রাত্রিকালীন লকডাউন তুলে নেওয়া হলেও দেশের সকল নাগরিককে সুপ্রিম কমিটির দেওয়া সকল স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলতে হবে। বিশেষ করে মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না বের হবার আহ্বান জানানো হয়।”
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
সুপ্রিম কমিটি আরো জানিয়েছে, “আগামী পহেলা সেপ্টেম্বর থেকে করোনা ভ্যাকসিন ছাড়া কোনো নাগরিক দেশটির সরকারি-বেসরকারি অফিস, শপিং মল, রেস্তোরাঁ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, খেলাধুলা এবং কোনো ধরনের সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। একইসাথে টিকা ছাড়া অন্যকোনো দেশ থেকেও ওমান প্রবেশ করতে দেবেনা সরকার।”
এদিকে, আগামী পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ থেকে ওমানের ফ্লাইট চালু হচ্ছে এমন গুজব ছড়ানো হচ্ছে। সেইসাথে ওমান সরকার অনুমোদিত দুই ডোজ ভ্যাকসিন না নেওয়া ব্যতীত বাংলাদেশ থেকে ওমান প্রবেশ করতে পারবেনা এমন ভিত্তিহীন তথ্যও ছড়ানো হচ্ছে।
এ ব্যাপারে ওমান সরকারের একাধিক কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করে জানাগেছে, মূলত এখনো বাংলাদেশ সহ নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলোর সাথে ফ্লাইট চালুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি ওমান সরকার। বাংলাদেশ থেকে পহেলা সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালু হচ্ছে এটা সঠিক তথ্য নয় বলে জানান তারা।
বিষয়টি বাংলাদেশের করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওমান সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, ওমান সরকারের পক্ষথেকে সার্বক্ষণিক বাংলাদেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে শীঘ্রই বাংলাদেশ সহ নিষেধাজ্ঞা দেশ গুলোর সাথে ফ্লাইট চালুর বিষয়ে একটা গাইডলাইন আসতে পারে এমন আশ্বাস দিয়েছেন তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post