এখন থেকে ওমান সহ বিশ্বের বেশকিছু দেশ থেকে বাংলাদেশে এসে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবেনা বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ -বেবিচক। নতুন নির্দেশনা অনুযায়ী ১১ টি দেশের যাত্রীরা করোনার টিকা সম্পূর্ণ ডোজ না নিলে বাংলাদেশে আসতে পারবেন না। দেশগুলো: মালয়েশিয়া, ইরান, লিবিয়া, আর্জেন্টিনা, বোতসোয়ানা, কিউবা, সাইপ্রাস, সোয়াজিল্যান্ড, জর্জিয়া, মঙ্গোলিয়া ও স্পেন।
তবে যারা সম্পূর্ণ ডোজ টিকা নিয়ে ১৪ দিন পার করেছেন, তারা বাংলাদেশে আসতে পারবেন এবং ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে বিশেষ প্রয়োজনে এই ১১ দেশে আটকে পড়া বাংলাদেশিরা দূতাবাস থেকে অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। তবে তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
নতুন নির্দেশনায় আরো বলা হয়েছে, ১৬টি দেশে থেকে করোনা টিকার সম্পূর্ণ ডোজ না নিয়ে আসলে নিজ খরচে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। দেশগুলো হচ্ছে: ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, ফ্রান্স, ইরাক, আয়ারল্যান্ড, কাজাকিস্তান, কুয়েত, কিরগিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস, পানামা, সাউথ আফ্রিকা, থাইল্যান্ড, তিউনিসিয়া ও যুক্তরাজ্য।
তবে এই দেশগুলো থেকে করোনা টিকার সম্পূর্ণ ডোজ নেওয়ার ১৪ দিন পর দেশে আসলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবেনা। উপরে উল্লেখিত ২৭ দেশ বাদে অন্য সকল দেশ থেকে বাংলাদেশে আসা যাবে। এবং তাদের টিকা নেয়া না থাকলেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবেনা এমনটি জানিয়েছে বেবিচক।
আরো পড়ুনঃ
যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
অর্থাৎ বেবিচকের নতুন এই নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ওমান, সৌদি আরব, দুবাই ও কাতার সহ উপরে উল্লেখিত ২৭ টি দেশ বাদে অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে আসলে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবেনা। এই নির্দেশনা ১৬ আগস্ট থেকে কার্যকর হয়ে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত বলবত থাকবে বলে জানিয়েছে বেবিচক।
উল্লেখ্য: গন্তব্য দেশের বিধিনিষেধ খেয়াল রেখে বাংলাদেশ থেকে যেকোনো দেশে যেতে কোন নিষেধাজ্ঞা দেয়নি বেবিচক। তবে, সকল যাত্রীকে ভ্রমণের ৭২ ঘন্টার মধ্যে পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক। ১০ বছরের কম বয়সী শিশুদের জন্য পিসিআর টেস্ট লাগবে না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post