বিভিন্ন অপরাধে যুক্ত থাকার অভিযোগে ওমানে একাধিক প্রবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। সোমবার (১৬-আগস্ট) দেশটির আল ওস্তা প্রদেশের মাহুত এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ নৌকা এবং ২৫ টি মাছ ধরার জাল জব্দ করেছে মৎস্য ও জল সম্পদ মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “নিয়ম না মেনে অবৈধ উপায়ে লাইসেন্স-বিহীন নৌকা এবং নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করেছে মন্ত্রণালয়ের অভিযান দল। অবৈধ মাছ ধরা বন্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ
যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
এদিকে, জ্বালানি তেল চুরির অভিযোগে এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। সোমবার (১৬-আগস্ট) এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, “একটি কোম্পানি থেকে ডিজেল তেল চুরির অভিযোগে এই প্রবাসীকে গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে, ওমানের দক্ষিণ আশ শারকিয়াহ প্রদেশে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি রাখায় একটি গুদামে অভিযান চালিয়েছে ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ। সোমবার (১৬-আগস্ট) এক বিবৃতিতে অত্র প্রদেশের ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, “প্রদেশটির সুর, আল কামিল, আল ওয়াফি, জালান বানী বু হাসান, জালান বানী বু আলী এবং মাসিরার গুদামঘর ও গ্যাস বিক্রয়ের পরিবহনে অভিযান পরিচালনা করা হয়।
রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ওঠানামা করার কারণে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সকল গ্যাস পরিবহন প্রতিষ্ঠানকে গ্যাসের নির্ধারিত মূল্য মেনে চলতে এবং মূল্য সংযোজন কর সঠিকভাবে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়।
https://www.youtube.com/watch?v=FnVmRCc1U5g
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post