করোনা মহামারি প্রতিরোধে ওমানের সবাইকে দ্রুত ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার জন্য জাতীয় টিকাদান কর্মসূচি অব্যাহত রাখবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (১৬-আগস্ট) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ”দেশের সকল টিকাদান-কেন্দ্রে ভ্যাকসিন নিয়ে নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়ছে। স্কুল-কলেজ খুলে দেওয়ার লক্ষ্যে ১২ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। এই কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।”
মন্ত্রণালয় আরো জানিয়েছে, “করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করা নাগরিকদের ১০ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে। তাই দেশের সকল নাগরিকদের ভ্যাকসিন পেতে অগ্রিম নিবন্ধনের উপর জোর দেওয়া হয়েছে। কারণ এটি সবার জন্য নিরাপদ এবং দেশে করোনা মহামারি প্রতিরোধে সবচেয়ে বেশি কার্যকর।” এদিকে ওমানে ভ্যাকসিন গ্রহণ প্রক্রিয়া অনেক সহজ এবং নাগরিক ও প্রবাসীরা অন্যান্য দেশের তুলনায় খুব সহজেই ভ্যাকসিন নিতে পারছে বলে মন্তব্য করেছেন অনেক প্রবাসীরা।
এদিকে এখন থেকে ওমানে দ্বিতীয় ডোজের মেয়াদ ১০ সপ্তাহ থেকে কমিয়ে ৬ সপ্তাহে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১৭ই আগস্ট থেকে দেশটিতে কোনো নাগরিক প্রথম ডোজ গ্রহণের ৬ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবে।
আরো পড়ুনঃ
যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
ওমানে নিউজ এজেন্সি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, “করোনা ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করার জন্য এখন থেকে কোনো নাগরিকদের ১০ সপ্তাহ অপেক্ষা করতে হবে না। মাত্র ৬ সপ্তাহের ব্যবধানে নাগরিক ও প্রবাসীরা এখন থেকে করোনার দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবে। যারা প্রথম ডোজ গ্রহণ করেছে তাদেরকে ছয় সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য তারাসুদ প্রোগ্রামে নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে আজও দেশটির বারকা নামান নামক স্থানে প্রবাসীদের ফ্রিতে ভ্যাকসিন দেওয়ার খবর পাওয়া গেছে। যেসকল প্রবাসীরা সেলুনে, বাগানে এবং হোটেল বা বাসা বাড়িতে রান্নাবান্নার কাজ করেন, কেবলমাত্র তাদেরকেই বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে ওমান সরকার। বর্তমানে দেশটির মাসিরাহ, ইবরি ও বারকা এই ৩ অঞ্চলে ফ্রি ভ্যাকসিন ক্যাম্পেইন চলছে। তবে শীঘ্রই সমগ্র ওমানে এই ফ্রি ভ্যাকসিন ক্যাম্পেইন চালুর কথা জানিয়েছে ওমান সরকার।
এদিকে, ওমানে করোনা ভ্যাকসিন কর্মসূচিকে আরো বেগবান করার লক্ষ্যে এখন থেকে দেশটির সকল নাগরিক ও প্রবাসীরা তারাসুদ প্লাস অ্যাপে নিবন্ধন করার জন্য বিনামূল্যে ব্রাউজিং সুবিধা পাবে। সোমবার (১৬-আগস্ট) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ওমান টেলিকমিউনিকেশন কোম্পানি “ওমানটেল” এবং ওমান কাতার টেলিযোগাযোগ কোম্পানি ওরেডোর সহযোগিতায় এখন থেকে এই সুবিধা পাবে ওমানের সকল নাগরিক ও প্রবাসীরা।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, “দেশে সকল নাগরিকদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার লক্ষ্যেই নতুন এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে দেশটির সকল নাগরিক ভ্যাকসিন গ্রহণের জন্য তারাসুদ প্লাসে নিবন্ধন করার জন্য বিনামূল্যে ব্রাউজিং সুবিধা পাবেন। মহামারী মোকাবেলায় এবং ওমানের সকল নাগরিকদের স্বাস্থ্যকর ও নিরাপদ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে দুই কোম্পানির সহযোগিতাকে ধন্যবাদ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।”
https://www.youtube.com/watch?v=FnVmRCc1U5g
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post