আফগানিস্তানের সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি শপথ না নেওয়া পর্যন্ত ঢাকা দেশটিকে স্বাগত জানাতে পারে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেছেন, স্থিতিশীল যেকোনো পক্ষের সঙ্গে কাজ করবে ঢাকা। সোমবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বলব, এটা স্টিল প্রিমেচিউর। যতক্ষণ পর্যন্ত একজন রাষ্ট্রপতি শপথ না নিচ্ছেন; যতক্ষণ পর্যন্ত একজন রাজা পার্মানেন্ট অর্থাৎ তাদের সংবিধান অনুযায়ী চার বা পাঁচ বছরের সরকারের মেন্ডেট নিয়ে কেউ না আসা পর্যন্ত আমরা তাদেরকে স্বাগত জানাতে পারি না। এটা ঠিকও হবে না।’
আফগানিস্তানের অধিকাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর রোববার রাজধানী কাবুলে প্রবেশ করে তালেবান। তালেবানের কাবুলে প্রবেশের পর দেশ ছাড়েন প্রেসিডেন্ট আশরাফ গনি। এর মধ্য দিয়ে তালেবানের হাতে প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারের পতন নিশ্চিত হয়েছে। এখন আফগানিস্তানে সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে তালেবান।
আফগানিস্তানে থাকা বাংলাদেশিদের প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, ‘আফগানিস্তান থেকে তিন বাংলাদেশিকে নিরাপদে অবস্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া আরও সাত বাংলাদেশি নাগরিককে নিরাপদে নেওয়ার প্রক্রিয়া চলমান। এরচেয়ে বেশি তথ্য আমরা এখন প্রকাশ করতে চাচ্ছি না।’
এদিকে, রাজধানী কাবুলের পতনের পর আফগানিস্তানের শাসনভার কীভাবে নেবে, তা নিয়ে শিগগিরই ভাবছে না তালেবান। বিদেশি সেনারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর সরকারব্যবস্থা পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছে তারা। স্থানীয় সময় আজ সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের এক নেতা রয়টার্সকে এ খবর জানিয়েছেন।
রয়টার্সের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে তালেবানের ওই নেতার। তিনি বলেন, ‘সরকারব্যবস্থা পুনর্গঠনের প্রক্রিয়া শুরুর আগে আমরা চাই বিদেশি সব সেনা আফগানিস্তান ছাড়ুক।’ তালেবানের ওই নেতার ভাষ্য, কাবুল বাসিন্দাদের ভয় পাওয়ার কিছু নেই। তালেবানদের সে রকম নির্দেশনা দেওয়া হয়েছে। কাবুলের জীবনযাত্রা যেন স্বাভাবিকভাবে চলে, এমন নির্দেশনাও দেওয়া হয়েছে।
আরো পড়ুনঃ
যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
কাবুলের মার্কিন দূতাবাস থেকে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। দূতাবাসের কর্মীদের কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে রাখা হয়েছে। মার্কিন সেনারা বিমানবন্দরটির নিরাপত্তা নিশ্চিত করছেন।
এদিকে আফগান সরকার একটি ‘অন্তর্বর্তীকালীন সরকারের’ হাতে ক্ষমতা হস্তান্তর করবে বলে শোনা যাচ্ছে। সে বিষয়ে তালেবান ও সরকারের মধ্যে আলোচনাও শুরু হয়েছে। তালেবানের পক্ষ থেকেও একই তথ্য জানানো হয়েছে। তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, কয়েক দিনের মধ্যেই শান্তিপূর্ণভাবে এ ক্ষমতা হস্তান্তর হবে বলে তাঁরা আশা করছেন। এ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক আলী আহমাদ জালালিকে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে রয়টার্স।
চারদিক থেকে ঘিরে ফেলার পর গতকালই কাবুলে ঢুকে পড়ে তালেবান যোদ্ধারা। এরপর নানা নাটকীয়তার মধ্যে প্রেসিডেন্ট আশরাফ গনি আফগানিস্তান ত্যাগ করে তাজিকিস্তানের উদ্দেশে রওনা দেন। একপর্যায়ে দেশটির প্রেসিডেন্সিয়াল প্যালেসের নিয়ন্ত্রণ নেয় তালেবান বাহিনী।
কাবুল দখলের পর জনগণের জানমাল নিরাপদ থাকবে বলে আশ্বাস দিয়েছে তালেবান। নারী অধিকার রক্ষার পাশাপাশি গণমাধ্যমকর্মী ও কূটনীতিকদের স্বাধীনতাও নিশ্চিত করার কথা বলেছে তারা। তবে তালেবানের এমন কথায় ভরসা করতে পারছে না কাবুলের জনগণ। দেশ ছাড়তে বিমানবন্দরে ভিড় করছে হাজারো মানুষ। বিমানবন্দরে পাঁচজন নিহত হয়েছে। তবে তারা গুলিতে নিহত হয়েছে কি না, রয়টার্সের খবরে তা নিশ্চিতভাবে জানা যায়নি।
https://www.youtube.com/watch?v=FnVmRCc1U5g
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post