আফগানিস্তানে একের পর এক শহর দখলে নিচ্ছে তালেবান। ইতোমধ্যে আফগান সরকারের বেশ কয়েকজন নেতা তালেবানদের নিকট বিনাযুদ্ধে আত্মসমর্পণ করেছেন। কেউ কেউ ছেড়েছে দেশ, সৈন্যদের সামর্থ্য আছে তবুও ব্যর্থ, যুদ্ধে সেনাপতিরাও অকার্যকর হয়েছে বারবার, কেউবা শত্রুর সাথে দরদাম করছে নিজের জীবনের বাঁচাতে। এ অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির মধ্যে গত বুধবার (১১ আগস্ট) মাজার-ই-শরিফে পালিয়ে যান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
তবে এমন অসহায় পরিস্থিতিতেও হার মানতে নারাজ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। শনিবার (১৪ আগস্ট) এক ভাষণে জানিয়েছেন, তালেবানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া হবে। তবে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ বলছে, যেকোনো সময় আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে পারেন।
যদিও যুক্তরাষ্ট্র ভিত্তিক পত্রিকা নিউইয়র্ক টাইমস বলছে, আশেপাশের বেশ কয়েকজন নেতাকে হারিয়ে একা হয়ে গেলেও এখনও নিজের পদ আঁকড়ে ধরে আছেন আশরাফ ঘানি। নিউজ১৮’র প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশনের জন্য যখন আশরাফ ঘানির বক্তব্য রেকর্ড করা হয়, তখন তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। কিন্তু তখন পর্যন্ত তিনি পদত্যাগ করেননি। তবে শিগগিরই পদত্যাগ করে পরিবারসহ তিনি তৃতীয় কোনো দেশে চলে যেতে পারেন।
এদিকে পার্সটুডের দেওয়া তথ্য অনুযায়ী আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিবৃতি প্রকাশ করেছে তালেবান। এতে বলা হয়েছে, দ্রুতগতিতে তাদের হাতে দেশটির একের পর এক প্রদেশের পতন প্রমাণ করে আফগান জনগণের মধ্যে তালেবানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
আরো পড়ুনঃ
যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
তালেবানের বিবৃতির উদ্ধৃতি দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে। এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি বলেছেন, দেশের জনগণ চাইলে তিনি পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন।
আফগানিস্তানের বার্তা সংস্থা ‘আওয়া’ জানিয়েছে, প্রেসিডেন্ট গনি শুক্রবার কাবুলে বিশ্ব যুব দিবসের এক অনুষ্ঠানে নিজের এ প্রস্তুতির কথা ঘোষণা করেন।
তবে তিনি বলেন, কেবলমাত্র আফগানিস্তানের জনগণ তার সরকারের পরিবর্তে কাকে চায় তা নির্ধারণ করার অধিকার রাখে; কোনো প্রতিবেশী দেশ (পাকিস্তান) নয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি বলেছিলেন, তালেবান আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির পদত্যাগ চায়।
এর আগে আশরাফ গনি এক বক্তব্যে বলেছিলেন, কেবলমাত্র নির্বাচনের মাধ্যমে নবগঠিত সরকারের কাছেই তিনি ক্ষমতা হস্তান্তর করবেন; অন্য কারো কাছে নয়।
প্রায় তিন মাস আগে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করার পর থেকে সেনাবাহিনীর ওপর তালেবান হামলা জোরদার করে। বর্তমানে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। দু’পক্ষের মধ্যে বিভিন্ন জেলা ও শহরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘর্ষ চলছে।
যুদ্ধ বন্ধ করে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য এখন পর্যন্ত আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনায় কোনো ফল পাওয়া যায়নি। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য বেশিরভাগ বিশ্লেষক আমেরিকাকে দায়ী করছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post