তুর্কস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, আফগানিস্তানে যুদ্ধ শেষ করার প্রচেষ্টার অংশ হিসেবে তিনি তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাত করতে পারেন।
গতকাল (বুধবার) সিএনএন তুর্ককে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সর্বশেষ ঘটনা ও আফগান জনগণের পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক।’ তিনি বলেন, ‘আমরা যদি শীর্ষ পর্যায়ের তালেবান নেতাদের বুঝাতে না পারি, তাহলে আফগানিস্তানে শান্তি নিশ্চিত করা সম্ভব হবে না।’
তালেবানের সঙ্গে আলোচনার জন্য তুর্কি কর্মকর্তাদের প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘হয়তো আমি এমন একজন ব্যক্তি যাকে তালেবান নেতারা গ্রহণ করতে পারবেন।’ এরদোগান গত মাসে বলেছিলেন, তুরস্ক শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে তালেবানের সঙ্গে আলোচনা করবে।
এ দিন প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, এরদোগান আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে ফোনে কথা বলেছেন। বিবৃতিতে বলা হয়, ফোনে দুই দেশের প্রেসিডেন্ট তুর্কি-আফগান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এ সময় এরদোগান পুনরাবৃত্তি করেন যে, তুরস্ক আফগানিস্তানের শান্তি প্রক্রিয়াকে সমর্থন অব্যাহত রাখবে।
তালেবান যোদ্ধারা এক সপ্তাহেরও কম সময়ে আফগানিস্তানের এক চতুর্থাংশের বেশি এলাকার প্রাদেশিক রাজধানীগুলো দখল করেছে। একের পর এক প্রাদেশিক রাজধানীর দখল নিচ্ছে তালেবান। গত শুক্রবার থেকে এ নিয়ে আটটি প্রাদেশিক রাজধানী দখল করেছে।
এরদোগান এর আগে বলেছিলেন, তুরস্ক কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার কথা ভাবছে এবং তালেবানের সঙ্গে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতেও প্রস্তুত।
ন্যাটো মিশনের অংশ হিসেবে আঙ্কারা ছয় বছর ধরে কাবুল বিমানবন্দরে সামরিক ও লজিস্টিক সমর্থন দিয়ে যাচ্ছে।
সূত্র : ডেইলি সাবাহ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post