ওমানের দক্ষিণ আশ শারকিয়াহ্ গভর্নমেন্টের জালান বু আলী নামক স্থান থেকে বিপুল পরিমাণ অবৈধ তামাক জাতীয় দ্রব্য সহ এক প্রবাসীকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১১-আগস্ট) ওমান পুলিশের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে এরাবিয়ান ডেইলি।
জানাগেছে, তামাকের বিস্তার রোধে ওমানে অভিযান পরিচালনা করেছে দেশটির ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে গতকাল একটি টিম অত্র অঞ্চলে অভিযানে গেলে এটা বুঝতে পেরে একজন শ্রমিক কিছু ছোট ছোট ব্যাগ আবর্জনার মধ্যে ফেলে দিলে তল্লাশিকারীদের সন্দেহ তৈরি হয়। এরপর তার পুরো দোকানটি তল্লাশি করলে বিপুল পরিমাণ চিবিয়ে খাওয়ার তামাক দ্রব্য পাওয়া যায় বলে জানাগেছে জুডিশিয়াল পুলিশ অফিসার সূত্রে।
আরো পড়ুনঃ
যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
এ সময় তার কাছ থেকে চিবিয়ে খাওয়া তামাকের ১৮০ টি প্যাকেট পাওয়া যায় এবং একটি ব্যাগ পাওয়া যায়। এছাড়াও আরও ছোট ছোট দশটি ব্যাগের মধ্যেও তামাকজাত দ্রব্য পাওয়া যায়। জব্দকৃত তামাকজাত দ্রব্যগুলো আইনী প্রক্রিয়া সম্পন্ন করার পরে সেগুলো ধ্বংসের জন্য বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।
প্রবাসী ওই শ্রমিক তার অপরাধের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। ওমানে চিবিয়ে খাওয়া তামাক এবং অবৈধ সিগারেট বিক্রি সরকারি ভাবে নিষিদ্ধ হওয়ায় আইন লঙ্ঘনের অপরাধে তাকে ২ হাজার ওমানি রিয়াল জরিমানা আরোপ করা হয়। সেইসাথে জব্দকৃত মালামাল তামাক আইন এবং পদ্ধতি অনুসারে ধ্বংস করা হবে বলে জানিয়েছে ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post