বিশ্ব অর্থনীতিতে করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব লক্ষণীয়। এই ভাইরাস মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব ফেলেছে অশোধিত তেলের মূল্যে। কিন্তু এর পরও ওমানের তেলের দাম ধারাবাহিকভাবে বেড়েই চলছে। দুবাই এনার্জি মার্কেটে আগামী জুলাইয়ে সরবরাহকৃত তেলের দাম ব্যারেল প্রতি বেড়ে দাঁড়িয়েছে ৩১. ৪৯ ডলার।
আরও পড়ুনঃ ওমান প্রবাসীরা প্রতিযোগিতায় অংশে নিয়ে জিতে নিন লক্ষাধিক টাকার পুরস্কার!
ওমান নিউজ এজেন্সি (ওএনএ) অনলাইনে জারি করা একটি বিবৃতিতে জানিয়েছে: “আগামী জুলাইয়ের জন্য সরবরাহকৃত অশোধিত তেলের দাম দুবাই এনার্জি মার্কেটে আনুষ্ঠানিকভাবে ব্যারেল প্রতি বেড়ে দাঁড়িয়েছে ৩১.৪৯ ডলার। গত সোমবার ব্যারেল প্রতি অশোধিত তেলের দাম ছিলো ৩১.১৬ ডলার। বর্তমানে প্রায় ৩৩ সেন্ট দাম বৃদ্ধি পেয়েছে ওমানের অশোধিত তেলের।”
https://www.youtube.com/watch?v=_C6JICciFPM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post