বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে করোনার চতুর্থ ঢেউ শুরু হলেও মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কমছে করোনার সংক্রমণ। দেশটিতে পূর্বের তুলনায় সংক্রমণ বেশ নিম্নমুখী রয়েছে। সেইসাথে আক্রান্তের তুলনায় সুস্থ রোগীর সংখ্যা বেড়েছে ৩ গুণেরও বেশি।
রবিবার (৮-আগস্ট) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত ৩ দিনে নতুন শনাক্ত হয়েছে ৬৮৬ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ২২৯৪ জন। যা আক্রান্তের তুলনায় প্রায় ৪ গুণ বেশি রোগী গত ৩ দিনে সুস্থ হয়েছেন। গত ৩ দিনে মারা গেছেন ৩০ জন।
গত সপ্তাহের তুলনায় সুস্থতার সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। একইসাথে হাঁসপাতালে নতুন ভর্তি এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যাও নিম্নমুখী রয়েছে। গত ২৪ ঘন্টায় সমগ্র ওমানের হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র ৩০ জন। এখন পর্যন্ত মোট আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা ১৬৩ জন এবং হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট ৩৫৯ জন।
গত ৩ দিনে সুস্থতার সূচক পয়েন্ট ৫ শতাংশ বেড়ে বর্তমানে দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে ৯৫.৪ শতাংশে। দেশটিতে বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৯৮ হাজার ৭০৬ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৫৭ জন। মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৯৩৬ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post