করোনা মহামারির কারণে ছুটিতে দেশে এসে আটকাপড়ে আছেন অসংখ্য প্রবাসী। এরমধ্যে অনেকেরই ৬ মাসের অধিক অতিবাহিত হয়েছে। তবে সম্প্রতি উপসাগরীয় সহযোগিতা সংস্থাভূক্ত (জিসিসি) দেশগুলোতে প্রবাসীদের প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। এরফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ওমানেও প্রবেশের সুযোগ তৈরি হবে বলে জানাগেছে সূত্রে। জিসিসি অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত তাদের দেশে করোনা ভ্যাকসিনের দুই ডোজ সম্পূর্ণ করা প্রবাসীদের প্রবেশের অনুমতি দিয়েছে।
ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ফিলিপাইন এবং শ্রীলঙ্কা থেকে আসা প্রবাসীদের কাতার প্রবেশে নতুন নিয়ম তৈরি করেছে সেই দেশের সরকার। এছাড়াও আগামীকাল (৫ আগস্ট) থেকে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, নাইজেরিয়া এবং উগান্ডা থেকে প্রবাসীদের সংযুক্ত আরব আমিরাতের প্রবেশের অনুমতি দিচ্ছে সরকার। একইভাবে, কুয়েত পহেলা আগস্ট থেকে ভ্যাকসিন নেওয়া নাগরিকদের প্রবেশের অনুমতি প্রদান করেছে। দেশটির সংবাদ সংস্থা কুনা জানিয়েছে,”ফাইজার, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার দুই ডোজ দেওয়া অথবা জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের একটি মাত্র ডোজ দেওয়া প্রবাসীরা কুয়েতে প্রবেশ করতে পারবে।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
জিসিসি দেশগুলো প্রবাসীদের প্রবেশের অনুমতি দেওয়ায় ওমান প্রবেশের ক্ষেত্রেও একটা সুখবর আসবে এমন প্রত্যাশায় দেশে আটকেপড়া প্রবাসীরা। ওমান ডেইলিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানি প্রকৌশলী সাইফ মোহাম্মদ বলেন, ‘‘আমরা আশা করি, ওমানে করোনা পরিস্থিতি ভাল হয়ে উঠছে এবং দেশে ভ্যাকসিন প্রয়োগ আগের তুলনায় অনেক বেড়েছে। আশা করছি খুব দ্রুতই আমি আমার পরিবার নিয়ে ওমানে প্রবেশ করতে পারবো। আমরা ওমানের টিকিট বুক করার দিনটির অপেক্ষায় আছি।”
রোহান জর্জ নামের এক ভারতীয় নাগরিক বলেন, ‘‘আশা করছি আমি দ্রুত ওমানে ফেরত যেতে পারবো। ওমান সরকারকে প্রবাসীদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা সবাই আন্তরিকভাবে আশা করি যে আগামী মাসে আমরা ওমানে ফেরত যেতে পারবো।”
ভারত, পাকিস্তান, বাংলাদেশ, যুক্তরাজ্য, ইথিওপিয়া, তানজানিয়াসহ বেশ কয়েকটি দেশ থেকে সরাসরি ওমানে প্রবেশে এখনো নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে ওমান। ওমানের একটি ট্রাভেল এজেন্সির জেনারেল ম্যানেজার ফাইয়াজ খান বলেন, ” কাতার হয়ে ওমানে প্রবেশে অনেক খরচ বহন করতে হচ্ছে প্রবাসীদের। যেটা বর্তমান অবস্থায় প্রবাসীদের পক্ষে সম্ভব না। তাই ওমান থেকে সরাসরি ফ্লাইট পুনরায় চালু না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।”
এদিকে, আগামীকাল বৃহস্পতিবার থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ নিষেধাজ্ঞা দেশ সমূহে পুনরায় ফ্লাইট চালু করবে এমিরেটস এয়ারলাইন্স। মঙ্গলবার (৩ আগস্ট) এমিরেটস এয়ারলাইনসের পক্ষথেকে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতে ৫ আগস্ট থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, উগান্ডা ও নাইজেরিয়া,আফগানিস্তান, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়া থেকে ট্রানজিট যাত্রী আনবে এমিরেটস এয়ারলাইনস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post