বাংলাদেশি প্রবাসীদের কেউ করোনা টিকার পূর্ণ ডোজ নিয়েও কাতারে প্রবেশ করতে চাইলে বাধ্যতামূলক ১০ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। সোমবার (২ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। বাংলাদেশসহ ছয় দেশের প্রবাসীদের কাতারে প্রবেশের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। দেশগুলো হলো- ভারত, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন ও শ্রীলঙ্কা।
সম্প্রতি চিঠি দিয়ে বাংলাদেশের দুই এয়ারলাইন্স প্রতিষ্ঠান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) বিষয়টি অবগত করেছে কাতার। নির্দেশনায় জানানো হয়, কাতার ছাড়া অন্য দেশ থেকে যারা টিকা নিয়েছে তাদের ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে হোটেলে।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
তবে কোনো ব্যক্তি কাতারে করোনার টিকার দুই ডোজ নিয়ে থাকলে কাতারে প্রবেশের ক্ষেত্রে দুই দিন হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনের দ্বিতীয় দিন তার করোনা টেস্ট ফলাফল নেগেটিভ হলে তাকে কাতারে প্রবেশ করানো হবে।
নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে প্রবাসীরা পাঁচ কোম্পানির যেকোনো একটি টিকার ডোজ নিয়েই কাতারে প্রবেশ করতে পারবেন। সেগুলো হচ্ছে- ফাইজার, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, সিনোফার্ম ও জনসন অ্যান্ড জনসন। বাংলাদেশ থেকে বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাতারের দোহায় ফ্লাইট পরিচালনা করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post