ওমানের সোহার এলাকায় ওমান অয়েল এন্ড অর্পিক গ্রুপ লিওয়া প্লাস্টিক ইন্ড্রাস্ট্রিজ কমপ্লেক্সের ট্রায়াল কার্যক্রম শুরু করেছে। ওমান নিউজ এজেন্সির অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, “ওমান অয়েল অ্যান্ড অর্পিক গ্রুপ (ওকিউ) সোহার এলাকায় এই পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে।”
ওকিউ বলেছে, “এই প্রকল্পটির মাধ্যমে ওমান টেকসই উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে গেলো। ওমানে উৎপাদিত পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে এবং অপরিশোধিত তেল ও তরল গ্যাসের সাথে যুক্ত মূল্যকে আরো উন্নত করতে সক্ষম হবে এই ইন্ডাস্ট্রি। ফলে নতুন এই ইন্ড্রাস্ট্রিজে ওমানি যুবকদের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। যা দেশটির অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করবে।”
আরও পড়ুনঃ ওমান প্রবাসীরা প্রতিযোগিতায় অংশে নিয়ে জিতে নিন লক্ষাধিক টাকার পুরস্কার!
ওমান নিউজ এজেন্সি বলেছে যে “ওমানে প্রতিবছর আট লাখ আশি হাজার টন পলিথিন উৎপাদন করে। যা বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত প্লাস্টিকের এবং মোট প্লাস্টিকের ৪০ শতাংশ। নতুন এই কমপ্লেক্সটি এই উৎপাদনকে আরো তিন লাখ বৃদ্ধি করবে। যা দেশের টেকসই উন্নয়নে অবদান রাখবে।”
https://www.youtube.com/watch?v=_C6JICciFPM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post