সম্প্রতি কুমিল্লা জেলার মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমানের বিরুদ্ধে লকডাউন ভঙ্গের মিথ্যা অভিযোগ করেছে একটি কুচক্রী মহল এমন দাবী করছেন ওসি সাদিকুর রহমান। তিনি বলেন, ” আমি পরিবার নিয়ে কুমিল্লা সদরে থাকি, সরকারি দায়িত্ব পালন করতে যেয়ে পরিবারকেও ঠিক মতো সময় দেওয়া সম্ভব হয়না। যেহেতু গত ১৫ই জুলাই থেকে ২৩ই জুলাই পর্যন্ত সরকারের কোন লকডাউন বা বিধি নিষেধ ছিলোনা, তাই আমি ঈদের পরের দিন পরিবার নিয়ে মুরাদনগর বেড়াতে যাই।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
ভিসা নিয়ে সুখবর দিলো ওমান শ্রম মন্ত্রণালয়
পরিবারের অনুরোধে ঈদের পরের দিন ১৩ নং সদর ইউনিয়নের তিতাস নদীতে নৌকা ভ্রমণের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা আমার এবং আমার পরিবারের জন্য বিব্রতকর। আসলে ঐ সময় নৌযান, মোটরযান, আকাশ পথ এবং মানুষ চলাচলে সরকারি কোনো নিষেধাজ্ঞা ছিলোনা। এরপরেও আমরা সবাই মাস্ক সহ সকল স্বাস্থ্যবিধি মেনেই সতর্কতার সাথে নৌভ্রমণ করি। তবে ছবি তোলার সময় মাস্ক খুলে ছবি তোলা হয়েছিলো। যা পরবর্তীতে এই বিষয়টি কে পুঁজি করে একটি কুচক্রী মহল পুলিশ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post