করোনা মহামারীর দুর্যোগে আর্থিক সংকটে দেশের নিম্ন আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে তাদের দুর্দশায় পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএ। প্রতিবারের ন্যায় এবছরও দেশের ১৪ টি স্থানে কোরবানির আয়োজন করেছে সংস্থাটি। ইতোমধ্যে পশু কেনা ও কোরবানির প্রক্রিয়া নিয়ে শেষমুহুর্তের কাজ সম্পন্ন করেছেন সাদাকাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।
আরো পড়ুনঃ
- ওমানের অধিকাংশ প্রদেশে করোনায় মৃত শূন্যের কোঠায়
- ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
- ভিসা নিয়ে সুখবর দিলো ওমান শ্রম মন্ত্রণালয়
পিরোজপুর, হবিগঞ্জ, বরগুনা, নেছারাবাদ (স্বরূপকাঠি), ঢাকার আফতাবনগর, তেজকুনিপাড়া (তেজগাঁও), বরিশালের চরমোনাই, ঢাকার মুগদা, চাঁদপুর, পটুয়াখালী, নরসিংদী, লালমনিরহাট ও নেত্রকোনায় আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানালেন সংস্থার প্রধান নির্বাহী মুহাম্মদ শহীদুল্লাহ। ঈদের দিন সকালে পশু জবাইয়ের পরে গোশত প্রস্তুত করে প্রত্যেক এলাকার নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post