করোনা ভাইরাস প্রতিরোধে ওমানে আজ (১৬-জুলাই) থেকে পরিবর্তন করা হয়েছে লকডাউনের সময়সীমা। এছাড়াও ঈদ-উল আযহা’র তিনদিন কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন চলাকালীন সময়ে দেশটির সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যক্তি ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই অবস্থায় দেশটির বিভিন্ন বিমানবন্দরে যাতায়াত করা যাত্রীরা পরেছে চরম বিপাকে। এই সমস্যা সমাধানে দেশটির রয়্যাল ওমান পুলিশ বিমানবন্দরে আসা যাত্রীদের যাতায়াতে অনুমতি প্রদান করেছে।
বৃহস্পতিবার (১৫-জুলাই) ওমান বিমানবন্দর কর্তৃপক্ষ এক প্রজ্ঞাপনে জানিয়েছে, করোনা নিয়ন্ত্রণে সুপ্রিম কমিটির নতুন সিদ্ধান্ত এবং লকডাউনের সময়সীমা পরিবর্তনের কারণে অনেক যাত্রীদের বিমানবন্দর যাতায়াতে সমস্যা তৈরি হবে। এই সমস্যা সমাধানে লকডাউনের মধ্যে ভ্রমণকারীদের চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
তবে চলাচলের জন্য অবশ্যই ভ্রমণের নথি সাথে রাখতে হবে যাত্রীদের। এছাড়াও নিম্নে উল্লেখিত শর্তাদির অধীনে বিমানবন্দরে পিসিআর পরীক্ষার সুবিধা চালু থাকবে:
১, ফ্লাইটের যাত্রীদের প্রয়োজনীয় ভ্রমণের ডকুমেন্টস সাথে রাখতে হবে।
২, এয়ারপোর্টে যাওয়ার পূর্বে ভ্রমণকারীদের রয়্যাল ওমান পুলিশের ১০৯৯ নাম্বারে কল করে অনুমোদন নিতে হবে।
৩, ভ্রমণকারীদের অবশ্যই সুপ্রিম কমিটির সকল সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ওমান সুপ্রিম কমিটির নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, শুক্রবার বিকেল ৫টা থেকে ভোর ৪টা নাগাদ কঠোর লকডাউন চলবে। এই সময়ে কোনো ব্যক্তি বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে বের হলেই মোটা অংকের জরিমানার মুখোমুখি হতে হবে। তবে জরুরী প্রয়োজনীয় কিছু যানবাহন এই লকডাউনের আওতামুক্ত থাকবে। যার মধ্যে রয়েছেঃ-
দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনি এবং জরুরি পরিষেবা, যেমন- কৃষি পণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন/বিক্রি, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), সিটি করপোরেশন/পৌরসভা (পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়কের বাতি ব্যবস্থাপনা ইত্যাদি কার্যক্রম), ফার্মেসি ও ফার্মাসিউটিক্যালসসহ অন্যান্য জরুরি. অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়াত করতে পারবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post