মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আজ করোনায় নতুন আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় কিছুটা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। বৃহস্পতিবার (১৫-জুলাই) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী আজ নতুন আক্রান্তের সংখ্যা ৯০৪ জন এবং মৃতের সংখ্যা ১৪ জন। গতকালের তুলনায় আজ আক্রান্ত ১৮০ জন কমলেও মৃত বেড়েছে ২ জন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৮৯ হাজার ৪২ জনের এবং মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৭৫২ জন। মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৪৯৮ জন। দেশটিতে গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১২৮ জন এবং আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৪৪ জন। বর্তমানে দেশটির সুস্থতার সূচক বেড়ে দাঁড়িয়েছে ৯১.৩ শতাংশে। হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট ১ হাজার ২১৫ জন।
গতকালের তুলনায় আজ মৃত ২ জন বাড়লেও নতুন সংক্রমণ, নতুন আইসিইউতে ভর্তি সহ সবকিছুই আজ নিম্নমুখী রয়েছে। ওমানের আজকের করোনা পরিস্থিতি দেশটির জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশটিতে হঠাৎ করেই উল্লেখযোগ্যে হারে কমতে শুরু করেছে করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা।
বুধবারের (১৪-জুলাই) তথ্য অনুযায়ী মাস্কাট, উত্তর আল বাতিনা ও দাখিলিয়া প্রদেশ ব্যতীত অন্য কোনো প্রদেশে করোনায় কারো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তারাসুদ প্লাস অ্যাপের তথ্য অনুসারে, বুধবার মাস্কাট প্রদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন আট জন। যাদের মধ্য সিব এলাকায় চার জন, বৌশারে দুই জন, মাস্কাট ও মাতরাহ অঞ্চলে দুই জন মারা যাওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে। এছাড়া, উত্তর আল বাতিনা ও দাখিলিয়াহ প্রদেশে দুই জন করে মোট চার জন রোগী করোনায় মারা গেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post