কঠোর বিধিনিষেধ আরোপ এবং গণহারে ভ্যাকসিন প্রদান শুরু পর অবশেষে কমতে শুরু করেছে ওমানে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা। সেইসাথে দেশটিতে আক্রান্তের তুলনায় বাড়ছে সুস্থ রোগীর সংখ্যাও। রবিবার (১১-জুলাই) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে এমনই চিত্র উঠে এসেছে। দেশটিতে গত ১০ দিন যাবত উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতি।
আজ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী গত ৩ দিনে ওমানে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২১৭ জন এবং মারা গেছেন ৫২ জন। অথচ গত রবিবার অর্থাৎ ৪-জুলাই আক্রান্ত ছিলো ৪ হাজার ৬৬২ জন এবং মৃত ছিলো ১৪৩ জন। গত রবিবারের তুলনায় আজ আক্রান্ত কমেছে ১৪৪৫ জন এবং মৃত কমেছে ৯১ জন। যা দেশটির করোনা পরিস্থিতির অনেক উন্নতি হচ্ছে এমনটাই প্রমাণ করছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সুলতান কাবুস কুইজের ফলাফলঃ https://www.probashtime.net/sq/
দেশটিতে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯০৫ জনের। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৬৮৯ জন। মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৪২৩ জন। দেশটিতে গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৩৭ জন এবং আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ৫০১ জন। বর্তমানে দেশটির সুস্থতার সূচক বেড়ে দাঁড়িয়েছে ৯০.৪ শতাংশে। হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট ১ হাজার ৩৯১ জন।
এদিকে চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে ভাইরাসে আক্রান্ত হয়ে সংক্রমণের সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ২০০-র বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ২১ হাজার।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ব্রাজিলে। একইসঙ্গে দৈনিক মৃত্যুতেও ব্রাজিল রয়েছে শীর্ষে। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ কোটি ৭২ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখ ৪২ হাজার।
প্রবাসীরা ঢাকার যেসব কেন্দ্রে ভ্যাকসিন পাবেন
বিদেশগামী কর্মীদের করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য চলছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নিবন্ধন কার্যক্রম। সারা দেশের ৪২টি জেলায় বিএমইটি’র কার্যালয়ে প্রবাসী কর্মীরা নিবন্ধন করছেন।
এছাড়া দেশের বিএমইটি’র যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে নয়টি এবং নারায়ণগঞ্জের ইন্সটিটিউট অফ মেরিন টেকনোলজিতেও নিবন্ধন কার্যক্রম চলছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এই নয়টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, মাদারীপুর, মেহেরপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম এবং লালমনিরহাট।
এছাড়া ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমেও চলছে নিবন্ধন কার্যক্রম। তবে সার্ভার জটিলতা থাকায় অনেক প্রবাসী ‘আমি প্রবাসী’ অ্যাপে নিবন্ধন করতে পারছেন না বলে জানা গেছে।
এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে দেখা যায়, কুয়েত ও সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ফাইজারের টিকার জন্য বিএমইটি’র নিবন্ধন কার্যক্রম চলছে। চলতি সপ্তাহে এই দুই দেশে যাওয়ার জন্য অপেক্ষমান কর্মীদের নিবন্ধন কার্যক্রম চলবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সৌদি আরব ও কুয়েত সরকার এরইমধ্যে ঘোষণা দিয়েছে, যেসব প্রবাসী কর্মীদের ফাইজারের টিকা নেয়া আছে তাদের দেশটিতে প্রবেশের পর কোন ধরনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিনের প্রয়োজন পড়বে না। আর এতে করে প্রবাসী কর্মীদের হোটেল কোয়ারেন্টিনের জন্য আলাদা টাকা গুনতে হবে না।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, সৌদি আরব ও কুয়েতগামী কর্মীদের বিএমইটি’র এই নিবন্ধন করার পর তা সফল হলে তারপর সরকারের ‘সুরক্ষা’ ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে টিকার জন্য নিবন্ধন করতে হবে। সুরক্ষায় নিবন্ধনের পর মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে টিকার কেন্দ্র ও তারিখ জানানো হবে।
মন্ত্রণালয় বলছে, ঢাকার সাতটি হাসপাতালে প্রবাসী কর্মীদের টিকা কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রগুলো হলো-
- ঢাকা মেডিকেল কলেজ
- স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল
- শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
- মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল
- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল
- শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল
- কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।
ইসলামী সকল গান খুজুন এখানে
প্রবাসী কর্মীদের টিকা দেওয়ার সময় বৈধ ভিসা দেখে টিকা দেওয়া হবে। এছাড়া আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে সরাসরি ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন সম্ভব নয়। আবার বিএমইটি’র রেজিস্ট্রেশন ছাড়াও সুরক্ষা অ্যাপের মাধ্যমে সরাসরি টিকার জন্য নিবন্ধন করতে পারবেন না প্রবাসী কর্মীরা।
এ বিষয়ে আজ (৫-জুলাই) বিকেলে আইসিটি মন্ত্রণালয়ের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ সংবাদ সম্মেলনে নিবন্ধন পদ্ধতি ও কবে থেকে কার্যক্রম শুরু হবে তা জানানো হতে পারে।
রবিবার (৪ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকার জন্য সুরক্ষা অ্যাপে বিদেশগামী কর্মীদের নিবন্ধন প্রক্রিয়া, নিবন্ধন কার্যক্রম চালু, টিকা দেয়ার কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য সোমবার বিকাল ৫টায় আইসিটি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সংবাদ সম্মেলন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
ওমানে বর্তমান করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক এবং ভীতিকর অবস্থায় রয়েছে। স্বাস্থ্যখাত প্রায় ভেঙ্গে পড়ার উপক্রম। এমতাবস্থায় গোটা দেশে জরুরী ব্যবহারের জন্য আরো দুইটি করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন অনুমোদিত ভ্যাকসিনের মধ্যে রয়েছে চীন ও রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন।
গত ২৫-জুন ওমান সুপ্রিম কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান ওমান সুপ্রিম কমিটির সদস্য বদর সাইফ আল রাওয়াহী। বর্তমানে দেশটিতে অনুমোদিত টিকার মধ্যে রয়েছে, ফাইজার-বায়োনটেক, অক্সফোর্ড / অ্যাস্ট্রাজেনেকা, স্পুটনিক-ভি ও সিনোভ্যাকের তৈরি করোনা ভ্যাকসিন।
এমতাবস্থায় কোনো ব্যক্তি যদি উপরল্লেখিত ভ্যাকসিন গ্রহণ করে ওমান প্রবেশ করে, তাহলে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করার প্রয়োজন নেই। তবে তাকে নিজ বাড়িতে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন করতে হবে বাধ্যতামূলক।
এদিকে বাংলাদেশ সরকারের অনুমোদিত টিকার মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকা। যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি করা করোনাভাইরাসের টিকা।
ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার তৈরি স্পুটনিক-ভি এবং চীনের সিনোফার্মের তৈরি করোনা টিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা ভ্যাকসিন।
গত ৫ জুলাই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিজ্ঞপ্তি অনুযায়ী উপরল্লেখিত টিকার একটি ডোজও যদি কেউ নিয়ে থাকেন, তাহলে তাকে দেশে ফেরার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবেনা। তবে তাকে নিজ বাড়িতে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন করতে হবে বাধ্যতামূলক।
নতুন নির্দেশনা অনুযায়ী ওমান, আর্জেন্টিনা, ব্রাজিল, কলোম্বিয়া, কোস্টারিকা, জর্জিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও উরুগুয়ে এই ১২ টি দেশ থেকে যদি কেউ ভ্যাকসিন গ্রহণ ব্যতীত বাংলাদেশে আসেন, তাহলে দেশে ফেরার পর ১৪ দিন সরকার নির্ধারিত হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন। পূর্বে ৩ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিন আইন থাকলেও এখন থেকে ১৪ দিনের কোয়ারেন্টাইনের নতুন আইন জারি করেছে বেবিচক।
দেশে চলমান সাত কঠোর বিধিনিষেধের নতুন নির্দেশনা অনুযায়ী ভারত, মঙ্গোলিয়া, নাম্বিয়া, নেপাল, পানামা, সাউথ আফ্রিকা, তিউনিসিয়া এই আটটি দেশ থেকে কেউ বাংলাদেশে আসতে পারবেন না। তবে বাংলাদেশি প্রবাসী বা নাগরিকেরা ১৫ দিন আগে এসব দেশে গিয়ে থাকলে দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। উপরল্লেখিত ২০টি দেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে আসলে নিজ বাড়িতে ১৪দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post