ওমানে মহামারী করোনায় গত ২৪ঘন্টায় নতুন ১৪৮ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ওমানে নতুন আক্রান্তদের মধ্যে ১১৫ জন প্রবাসী এবং ৩৩জন ওমানি নাগরিক। ওমানে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩৭২১ জন, সুস্থ ১২৫০জন এবং মৃত্যু ১৭জন। ওমানে আক্রান্তদের অধিকাংশই প্রবাসী।
তবে প্রবাসীদের তথ্য দেশটির সরকার ঘোষণা করেনা। ওমানের ইংরেজি দৈনিক টাইমস অব ওমানের শুক্রবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসীদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ বেশি হওয়ায় সরকার তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়োগকর্তাদের কঠোরভাবে নির্দেশ দিয়েছে। ফ্রি ভিসায় ওমানে অবস্থানরত অভিবাসীরা হাসপাতালে যাওয়ার প্রক্রিয়া থেকে দূরে সরে থাকছেন। কারণ, হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য গেলেই তাঁদের অবৈধভাবে ওমানে উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুনঃ ওমান প্রবাসীদের জন্য অনলাইন প্রতিযোগিতা
এমতাবস্থায় ওমানে কোনো করোনা রোগীর বিষয়ে তথ্য লুকালে নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে ওমান সরকার এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ওমানের জনশক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকল বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানানো হলো যে, সকল বেসরকারি প্রতিষ্ঠান তাদের কর্মীদের করোনা সংক্রমিত হলে বা লক্ষণ পাওয়া গেলে নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্রগুলিতে পাঠাতে হবে। বৃহত্তর জনস্বার্থে কোনো প্রতিষ্ঠান তথ্য গোপন করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে সরকার। করোনার লক্ষণ পাওয়া গেলে উপযুক্ত কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মন্ত্রণালয়ের পক্ষথেকে সবাইকে দেশটির সুপ্রিম কমিটির সকল নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সেইসাথে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে।
https://www.youtube.com/watch?v=_C6JICciFPM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post