টানা এক মাস ধরে ওমানে থামছেই না করোনা সংক্রমণের হার। তাই এই মহামারি প্রতিরোধে এবং আসন্ন ঈদ-উল আযহায় জনসমাগম কমাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সুপ্রিম কমিটি। সিদ্ধান্তগুলো হলো:
সুলতান কাবুস কুইজের ফলাফলঃ https://www.probashtime.net/sq/
১. নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। একই সাথে বাড়ানো হলো দেশের সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যক্তি ও যানবাহন চলাচল নিষিদ্ধের সময়সীমাও। আগামী ১৬ই জুলাই (শনিবার) থেকে ৩১শে জুলাই (শনিবার) বিকেল ৫ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত দেশের সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যক্তি ও যানবাহনের চলাচল নিষিদ্ধের সময়সীমা বাড়িয়েছে সুপ্রিম কমিটি।
একইসাথে ঈদের ৩ দিন অর্থাৎ আরবি জিলহজ্ব মাসের ১০ তারিখ থেকে ১২ পর্যন্ত (২০ জুলাই থেকে ২২ জুলাই) টোটালি লকডাউন ঘোষণা করা হয়েছে। এই ৩ দিন সকল ধরনের দোকানপাট ও যানবাহন চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরী কাজে নিয়জিত যানবাহন এবং ফ্লাইটের যাত্রীরা এই লকডাউনের আওতামুক্ত থাকবে।
২. মুসান্দাম প্রদেশে করোনার রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আজ থেকে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩. করোনা সংক্রমণের হার কমিয়ে আনতে আগামী ৯ জুলাই থেকে আবারও ওমান প্রবেশে বেশ কয়েকটি দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশগুলো হলো: সিঙ্গাপুর, তিউনিসিয়া, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, ইরান, ব্রুনেই, কলম্বিয়া, লিবিয়া, ইরাক। এছাড়াও কোনো ব্যক্তি যদি ওমানে প্রবেশের ১৪ দিন আগে উপরের কোনো একটি দেশে ভ্রমণ করে, তারাও ওমানে প্রবেশ করার অনুমতি পাবেন না।
৪. ওমানে যে সকল নাগরিক ও বাসিন্দা যারা করোনার কমপক্ষে একটি ডোজ গ্রহণ করেছেন, তারা ধোফার প্রদেশের সালালাহ এলাকায় প্রবেশ করার অনুমতি পাবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post