বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন। বাংলাদেশ সময় বুধবার বিকেল ৩টার পরে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। বিষয়টি তার ব্যক্তিগত চিকিৎসক নিশ্চিত করেছেন।
লন্ডনে পৌঁছানোর পরপরই খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এরপর তাকে ভর্তি করা হবে লন্ডন ক্লিনিকে। বিমানবন্দরে প্রস্তুত রাখা অ্যাম্বুলেন্সে তাকে ক্লিনিকে নেওয়ার সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ প্রায় আট ঘণ্টার ভ্রমণে কাতারের দোহায় যাত্রাবিরতি করেন তিনি। দোহায় অবস্থানকালে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকেই গুলশানে তার বাসভবনে নেতাকর্মীদের ভিড় জমে। সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে বিদায় সাক্ষাৎ করেন। খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তার দুই পাশে বিএনপির নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা জড়ো হন।
লন্ডন সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো সাড়ে সাত বছর পর ছেলে তারেক রহমানের সঙ্গে খালেদা জিয়ার দেখা হওয়া। তার সঙ্গে সফরে রয়েছেন ১৫ জনের একটি টিম, যার মধ্যে রয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সিঁথি রহমান।
খালেদা জিয়ার লন্ডন সফর এবং চিকিৎসা নিয়ে দলের ভেতরে ও বাইরে বেশ আলোচনা চলছে। বিএনপি নেত্রী তার শারীরিক অবস্থার উন্নতির জন্য এ সফর করেছেন বলে জানা গেছে। লন্ডনে পৌঁছানোর পরপরই তার চিকিৎসা প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post