ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। গতকাল এক উচ্চপদস্থ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যমকে।
দিল্লিভিত্তিক হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে ৭৭ বছর বয়সী এই নেতা দিল্লির একটি সুরক্ষিত স্থানে অবস্থান করছেন।
ভারত সরকার এমন সময়ে তার ভিসার মেয়াদ বাড়াল যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। তারা বলেন, “ভারতে থাকার সুবিধার্থে তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে এই বিষয়ে ভারতের কোনো সুনির্দিষ্ট আইন নেই।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রণায়ের এক সূত্র বলেছে, বাংলাদেশের কূটনৈতিক নোট খতিয়ে দেখে জবাব দিতে কয়েক মাস সময় লাগতে পারে। এই পরিস্থিতিতে হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেছে সূত্রটি।
গত ২৩ ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠায়। তবে ভারত এখনো সেই নোটের প্রতিক্রিয়া জানায়নি।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, শেখ হাসিনা দিল্লির একটি নিরাপদ এলাকায় অবস্থান করছেন। তার সুনির্দিষ্ট অবস্থান বা চলাচল সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ভারতের সিদ্ধান্তে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ হয়েছে। তবে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে উভয় দেশের সরকারের কৌশল কী হবে, তা সময়ই বলে দেবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post