ওমান থেকে দেশে ফিরলে ৩ দিনের কোয়ারিন্টিনের পরিবর্তে এখন থেকে বাধ্যতামূলক ১৪দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে। এতদিন ওমান থেকে দেশে ফিরলে ৩ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিন আইন থাকলেও আজ থেকে ১৪ দিনের কোয়ারেন্টাইনের আইন জারি করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
সুলতান কাবুস কুইজের ফলাফলঃ https://www.probashtime.net/sq/
সোমবার (৫-জুলাই) বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভারত, মঙ্গোলিয়া, নাম্বিয়া, নেপাল, পানামা, দক্ষিণ আফ্রিকা, তিউনেশিয়া ও বোতসোয়ানা এই ৮ টি দেশ থেকে কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ করলে তাকে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে, যদিও ভ্যাকসিন নেওয়া থাকে।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত গ্রুপ বি ক্যাটাগরিতে মোট ১২ টি দেশ থেকে দেশে ফিরলে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে। সেক্ষেত্রে ভ্যাকসিন নেওয়া থাকলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের পরিবর্তে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনের সুযোগ পাবেন বিদেশফেরত যাত্রীরা। এতে কেউ করোনার একটি ডোজ গ্রহণ করলেও তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবেনা।
গ্রুপে বি ক্যাটাগরিতে রয়েছে:
১, ওমান,
২, আর্জেন্টিনা,
৩, ব্রাজিল,
৪, কলম্বিয়া,
৫, কোস্টারিকা
৬, জর্জিয়া,
৭, কুয়েত,
৮, মালয়েশিয়া,
৯, মালদ্বীপ,
১০, সংযুক্ত আরব আমিরাত,
১১, ইউকে,
১২, উরুগুয়ে,
নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ওমান অথবা বি ক্যাটাগরির কোনো দেশ থেকে কোনো যাত্রিকে দেশে ফেরার পূর্বে অবশ্যই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের হোটেল বুকিং কনফার্ম করতে হবে। অন্যথায় ফ্লাইটের পূর্বে এয়ারপোর্টে এসে চরম ভোগান্তিতে পড়তে হবে। ইতিমধ্যেই এই নির্দেশনার আলোকে মাস্কাট থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে ইউএস বাংলা এয়ারলাইনস থেকেও নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ১৪ দিনের হোটেল বুকিং কনফার্ম ব্যতীত কোনো টিকিট ইস্যু করা হবেনা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post