ওমানে ট্যাক্স বা আয়কর আরোপের জন্য আর কোনো বাধা নেই। খসড়া বিলের যে প্রবিধানগুলো নিয়ে প্রশ্ন ছিলো স্টেট কাউন্সিল এবং মজলিস আস শূরার যৌথ বৈঠকে তা সমাধান হয়েছে।
ব্যক্তিগত আয়কর আইনসহ ৩ টি গুরুত্বপূর্ণ আইনের যেসব বিষয়ে জটিলতা ছিলো তা আলোচনার জন্য সোমবার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে ঐকমত্যের ভিত্তিতে আইনের খসড়ায় অনুমোদন দেওয়ার মাধ্যমে সকল জটিলতা দূর হলো।
বিষয়টি অবশ্য মজলিস আস শূরা এবং স্টেট কাউন্সিলের যৌথ সেশনে আবারও আলোচনা হবে। জানা গেছে, এই আইনটিকে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রজেক্টের তালিকায় রেখেছে কাউন্সিল।
সাধারণত যে কোনো বিল স্টেট কাউন্সিলের অনুমোদনের পর তা সুলতানের সিদ্ধান্ত অনুযায়ী আইনে পরিণত হয়। ফলে এই অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।
ইতোমধ্যে কারা কারা ব্যক্তিগত করের আওতায় আসবেন আর কারা বাদ পড়বেন সে সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে।
তবে সুখবর হলো যাদের আয় মাসে আড়াই হাজার রিয়াল অথবা বছরে ৩০ হাজার রিয়ালের কম তাদের এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হবে। আর যাদের বার্ষিক আয় বছরে ৩০ হাজার রিয়ালের উপরে তাদের নির্ধারিত হারে আয়কর জমা দিতে হবে।
ওমানে নতুন করে ট্যাক্স আরোপের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন কর্মীরা। করারোপের সিদ্ধান্তকে তাদের অনেকেই বড় বোঝা হিসেবে দেখছেন। তবে বিশেষজ্ঞদের মতে ব্যক্তিগত আয়কর ওমানের অর্থনীতিতে সামগ্রিক কল্যাণ বয়ে আনবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post