সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি সিফাত উল্লাহ ওরফে সেফুদা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এবার তিনি সরব হয়েছেন মেজর ডালিমের পরিচয় নিয়ে। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস সম্প্রতি এক ব্যক্তিকে মেজর ডালিম হিসেবে পরিচয় করিয়ে দেন এবং ১৯৭৫ সালের ঘটনার প্রেক্ষাপটে তার বক্তব্য প্রচার করেন। বিষয়টি নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।
তবে সেফুদা তার নিজস্ব ভিডিও বার্তায় দাবি করেছেন, “এই ব্যক্তি মেজর ডালিম নন, এটি একটি সাজানো গল্প। নকল মেজর ডালিমকে নিয়ে নাটক করা হচ্ছে।” তিনি সাংবাদিক ইলিয়াসকে রাজাকার ও অপরাধী হিসেবে উল্লেখ করে বলেন, “একজন মিথ্যাবাদী ব্যক্তির কথা নিয়ে আমি তাকে ভাইরাল করতে চাই না।”
সেফুদা আরও দাবি করেন, মেজর ডালিমের স্ত্রী ও শ্বাশুড়ি সম্পর্কে যে গল্প বলা হচ্ছে তা ভিত্তিহীন। তার ভাষ্যমতে, “মেজর ডালিমের স্ত্রীকে শেখ কামাল তুলে নিয়ে যাননি। বরং গাজী গোলাম মোস্তফা একটি গাড়িতে তাকে তুলে নিচ্ছিলেন। তখন ডালিমের স্ত্রী ও শ্বাশুড়ি সেই গাড়িতে উঠেছিলেন, যা হয়তো ডালিমের জীবন বাঁচানোর উদ্দেশ্যে হয়েছিল।”
তিনি যুক্তি দিয়ে বলেছেন, “এই ব্যক্তি মেজর ডালিম হতে পারেন না। পুরো বিষয়টি বানানো এবং বিভ্রান্তিমূলক।”
এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। সেফুদার এই মন্তব্য জনমনে প্রশ্ন তুলেছে, আসলেই মেজর ডালিমের পরিচয় ঘিরে কী ধরনের সত্য লুকিয়ে আছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post