সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে যাত্রাকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীর বিমানবন্দরে আগমন এবং যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের ভেতরে-বাইরে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এয়ারপোর্ট আর্মড পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ডিবি, এবং সোয়াটসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুঁইয়া গণমাধ্যমকে জানান, “মঙ্গলবার রাত ১০টায় খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। তার যাত্রাকে কেন্দ্র করে আমরা বিমানবন্দর এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থানগুলো নিজে পরিদর্শন করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় নিয়োজিত থাকবে।”
তিনি আরও বলেন, “খালেদা জিয়ার যাত্রাপথে কিংবা বিমানবন্দরে কোনো ধরনের সমস্যা এড়াতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, কাতারের আমিরের পাঠানো দ্রুতগামী এয়ারবাস এ-৩১৯ এয়ার অ্যাম্বুল্যান্সে খালেদা জিয়া ঢাকা ত্যাগ করবেন। বিশেষ এই উড়োজাহাজে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম ও সুযোগ-সুবিধা রয়েছে, যা রোগীদের জরুরি চিকিৎসায় সর্বোত্তম সহায়তা প্রদান করতে সক্ষম।
যাত্রাপথে ঢাকা থেকে কাতারের দোহা এবং সেখান থেকে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে খালেদা জিয়ার।
এই বিশেষ ব্যবস্থার মধ্য দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার যাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post