সোমবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা—মিনহাজুল আরেফিন সিদ্দিককে “মেজর ডালিম” হিসেবে উল্লেখ করে মন্তব্য করছেন নেটিজেনরা। বিষয়টি নিয়ে আলোচনা এতটাই বেড়েছে যে, সন্ধ্যা ৬টায় নিজের ফেসবুক স্ট্যাটাসে অবস্থান পরিষ্কার করতে বাধ্য হন তিনি।
নিজের পোস্টে মি. সিদ্দিক হালকা রসিকতার সুরে লিখেছেন, “সকালে ঘুম থেকে উঠে দেখি, রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি। আর বট বাহিনী ঝাঁপিয়ে পড়েছে আমার প্রোফাইলে।”
এই স্ট্যাটাসের পরপরই সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরাল হয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর পোস্টটি ৬৩৫ বার শেয়ার হয়েছে এবং এতে মন্তব্য করেছেন ৫৪৪ জনেরও বেশি।
বেশিরভাগ মন্তব্যে মি. সিদ্দিককে ঠাট্টার সুরে নিজের ফেসবুক প্রোফাইল ভেরিফাইড করার পরামর্শ দেওয়া হয়েছে। কেউ কেউ মজার ছলে লিখেছেন, এই ‘আলোচনার সুযোগ’ কাজে লাগিয়ে তিনি যেন নিজেকে নতুনভাবে তুলে ধরেন।
সোশ্যাল মিডিয়ার এ ধরনের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাতারাতি চলে আসার ঘটনা অনেকের জন্য আকস্মিক হতে পারে। তবে মি. সিদ্দিকের হালকা মেজাজে দেওয়া প্রতিক্রিয়া তাঁর ব্যক্তিত্বের সহজ-সরল দিকটি প্রকাশ করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post