চার দিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.১, এবং এটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান এবং চীনের বিভিন্ন স্থানে ভূমিকম্পটি অনুভূত হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ৬১৮ কিলোমিটার দূরে চীনের একটি অঞ্চলে ছিল।
উল্লেখ্য, এর আগে গত ৩ জানুয়ারি ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫।
বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় জনগণের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা ভূমিকম্প পরবর্তী সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post