চীনের তিব্বতের শিগাৎসে শহরে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৬২ জন। মঙ্গলবার সকালে আঘাত হানা এই ভূমিকম্পের ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া এবং বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে রিখটার স্কেলে ৭.১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে অবস্থিত শিগাৎসে শহরে।
তিব্বতের ভূমিকম্পের প্রভাব নেপাল ও ভারতের বিভিন্ন অঞ্চলেও অনুভূত হয়েছে। বিশেষ করে নেপালের পার্বত্য অঞ্চলে এবং ভারতের বিহার রাজ্যে ভূকম্পন টের পাওয়া যায়।
তবে এই অঞ্চলে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নেপাল ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত ভূমিকম্প প্রবণ অঞ্চল। এখানকার ভারতীয় ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সংঘর্ষ প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের সৃষ্টি করে।
২০১৫ সালে নেপালে ৭.৮ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্পে ৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল এবং আহত হয়েছিল আরও ২২ হাজার। সেই সঙ্গে প্রায় ৫ লাখ বাড়িঘর ধ্বংস হয়েছিল।
চীনের তিব্বতে এই ভূমিকম্পের কারণে ইতোমধ্যে উল্লেখযোগ্য প্রাণহানি ঘটেছে এবং আহতের সংখ্যা দ্রুত বাড়ছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে, এবং ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আরও স্পষ্ট হতে কিছু সময় লাগবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post