শ্রমক্লান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিনোদনের বড় উপলক্ষ্য এখন ওমানের মাস্কাট নাইট ফেস্টিভাল। গত ২৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ফেস্টিভালে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসেন। প্রবাসী বাংলাদেশিরাও ছুটে আসেন দলবেঁধে।
মাস্কাট নাইটের প্রতিদিনের ইভেন্টগুলো সপ্তাহের দিনগুলোতে রাত ১১টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে মধ্যরাত পর্যন্ত চলছে। আল আমরাত এবং আল নাসিম পাবলিক পার্ক এবারের উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ।
উৎসবে আছে বিভিন্ন রকম খেলা, খাবার ও হালওয়া তৈরির স্টল, ঐতিহ্যবাহী ওমানি প্রদর্শনী এবং আতশবাজির আয়োজন। সাথে রাত্রিকালীন জীবনে নতুন প্রাণ যোগ করে সাংস্কৃতিক বিভিন্ন পর্ব।
মাস্কাট নাইট ফেস্টিভাল ব্যবসায়ীদের জন্যও এক দারুণ সুযোগ। ফলে নিজেদের ব্যবসায়িক সুনাম ও পরিচিতি ছড়িয়ে দিতে বাংলাদেশিরা উদ্যোক্তারাও অংশ নিচ্ছেন এখানে।
আগামী ২১ জানুয়ারি শেষ হবে মাসব্যাপী এই আয়োজন। সরকারি তথ্য অনুযায়ী, উৎসবের প্রথম পাঁচ দিনে আড়াই লাখের বেশি দর্শনার্থী বিভিন্ন স্থানে অংশ নিয়েছেন। তবে সময়ের সাথে সাথে এই সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা আয়োজকদের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post