ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর দখল থেকে ৫ কিলোমিটার কোদলা নদী মুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে কোদলা নদীর পাড়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ।
সংবাদ সম্মেলনে লে. কর্নেল আজিজুস শহীদ বলেন, মাটিলা সীমান্তের পাশ দিয়ে প্রবাহিত কোদলা নদীর ৪.৮ কিলোমিটার অংশ বাংলাদেশ ভূখণ্ডে অবস্থিত। দীর্ঘদিন ধরে বিএসএফ এই নদীর ব্যবহারে বাংলাদেশের নাগরিকদের বাধা প্রদান করছিল। তবে বিজিবি ও বিএসএফের মধ্যে কয়েক দফা আলোচনার পর নদীর এই অংশে বাংলাদেশের দখল পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে বাংলাদেশের নাগরিকরা নদীটি পূর্ণ স্বাধীনতায় ব্যবহার করতে পারবেন। সংবাদ সম্মেলনের পর সাংবাদিকরা নদীর পাড়ে গিয়ে দেখেন, মাটিলা গ্রামের মানুষজন মাছ ধরছেন এবং গোসল করছেন। এ দৃশ্য তাদের স্বাভাবিক জীবনে ফেরা নিশ্চিত করেছে।
স্থানীয় কৃষক আলমগীর বলেন, “আগে বিএসএফ আমাদের নদীতে যেতে দিতো না। এখন আমরা নির্ভয়ে নদীর ধারে কাজ করতে পারছি, মাছ ধরতে পারছি।”
মাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ রহমান জানান, “বিএসএফের ভয়ভীতি কাটিয়ে এখন আমরা স্বাভাবিকভাবে নদীর সুবিধা নিতে পারছি। এটি আমাদের জন্য বিশাল স্বস্তি।”
নদী দখলমুক্তির এই সাফল্যের মধ্য দিয়ে বিজিবি সীমান্ত এলাকায় জনগণের অধিকার রক্ষায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কোদলা নদী দখলমুক্ত হওয়ায় স্থানীয়দের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post