সৌদি আরবে পুরুষদের একটি সেলুনে নারীদের পরিষেবা প্রদানের অভিযোগ উঠেছে। রাজধানী রিয়াদে ঘটেছে এই ঘটনা।
গতকাল রোববার সৌদির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, একটি সেলুনের চেয়ারে ছোটো চুলের একজন নারী বসে আছেন এবং নরসুন্দররা কোনো ব্যক্তির চুল কাটার সময় তার শরীরে বাড়তি কাপড় বা প্লাস্টিকের আবরণে গা ঢেকে দেন, ওই নারীরও গায়েও সে রকম একটি প্লাস্টিকের আবরণ। ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে যে ওই নারীর পরিষেবা গ্রহণ শেষ।
مواطنه سعودية تقوم بقص شعرها في مركز حلاقه رجالي بالرغم من المنع الصادر من البلدية بشأن ذلك pic.twitter.com/BIQHsnBnz2
— عاجل السعودية (@3ajel_ksa) January 2, 2025
রোববার এই ভিডিওটি প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে যায় এবং রিয়াদের নগর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টির তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই সেলুনের মালিক লাইসেন্সের আবেদনপত্রে উল্লেখ করেছিলেন যে তার পার্লারে শুধু পুরুষদেরই পরিষেবা প্রদান করা হবে।
আবেদনপত্রের তথ্যের সঙ্গে বাস্তব কর্মকাণ্ডের মিল না থাকায় সেলুনের মালিককে ইতোমধ্যে তলব করেছে রিয়াদের নগর কর্তৃপক্ষ। লাইসেন্সের অপব্যবহারের অভিযোগে বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নগর কর্তৃপক্ষের এক কর্মকর্তা।
সোমবার রিয়াদের নগর কর্তৃপক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে “কোনো পরিষেবাকেন্দ্র যেন তার লাইসেন্সের অপব্যবহার না করে গ্রাহকদের সর্বোচ্চ পরিষেবা প্রদান করতে পারে— তা নিশ্চিত করার জন্য নগর কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post