একসময়ের শাহবাগের গণজাগরণ মঞ্চে আলোচিত শিল্পী সাইদ আহমদ এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। সম্প্রতি চট্টগ্রামে একটি মাহফিলে যোগ দেওয়ার সময় দুর্বৃত্তদের হাতে অপহরণের শিকার হন তিনি।
পুলিশি তৎপরতার ফলে দ্রুত তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি নিয়ে সাইদ আহমদ দাবি করেন, জামায়াত সমর্থকরা তাঁকে গুম করার চেষ্টা করেছিল। এ ঘটনায় সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
অপহরণের কয়েকদিন পর সোমবার দুপুরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সাইদ আহমদ। সাক্ষাৎকালে তাঁরা ঘটনার বিস্তারিত নিয়ে আলোচনা করেন।
জামায়াত আমির ঘটনার প্রতি দুঃখ প্রকাশ করে জানান, “এ ঘটনার সঙ্গে জামায়াতের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে প্রমাণ মিললে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
বৈঠক শেষে জামায়াত আমির এবং সাইদ আহমদ একসঙ্গে ছবি তোলেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার বিষয়ে আমির বলেন, “মানুষ দেখুক, শাহবাগী সাইদের সঙ্গে আমার কোনো সমস্যা নেই।”
জামায়াত আমির আরও বলেন, “মাহফিল আয়োজন করা সবার অধিকার। কেউ কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না।” পাশাপাশি ইসলামপন্থীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। তিনি নিজেকে কলরবের একজন শ্রোতা হিসেবে উল্লেখ করে সংগঠনের প্রতি সমর্থন প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০১৩ সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে আল্লামা সাঈদীর ফাঁসির দাবিতে অংশগ্রহণ করেছিলেন কলরবের সাইদ আহমদ। সেই সময় শোলাকিয়ার সাবেক ইমাম ফরিদ উদ্দিন মাসউদের নেতৃত্বে গণজাগরণ মঞ্চে উপস্থিত ছিলেন আরও কয়েকজন ছাত্র, যাঁদের মধ্যে সাইদ আহমদও ছিলেন।
সাইদ আহমদের বর্তমান অবস্থান এবং জামায়াত নেতার সঙ্গে বৈঠক নিয়ে আলোচনা রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post