যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকীর উপর লন্ডনের একটি ফ্ল্যাটকে কেন্দ্র করে রাজনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। বিরোধী কনজারভেটিভ পার্টির সদস্যরা তার কাছে গ্রহণযোগ্য ব্যাখ্যা চেয়েছেন এবং তা দিতে ব্যর্থ হলে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
দুর্নীতিবিরোধী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় এ ধরনের অভিযোগকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন বিরোধীরা। ব্রিটিশ গণমাধ্যম দ্য সানডে টাইমস জানিয়েছে, টিউলিপ সিদ্দিকী আওয়ামী লীগের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট ব্যবহার করেছেন।
দ্য সানডে টাইমস-এর প্রতিবেদন অনুসারে, টিউলিপ সিদ্দিক দুই বছর আগে একাধিকবার এই ফ্ল্যাট ইস্যুতে প্রশ্নের সম্মুখীন হন। তখন তিনি সাংবাদিকদের কাছে ফ্ল্যাট ব্যবহারের বিষয়টি অস্বীকার করেন। একই সঙ্গে তিনি দাবি করেন যে, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে এবং পত্রিকাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল উল্লেখ করেছে, টিউলিপ এই ফ্ল্যাট ইস্যুতে বারবার উপহার প্রাপ্তির বিষয়টি অস্বীকার করেছেন।
উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা। তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ লেবার পার্টির জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। বিরোধীরা এই ঘটনা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন এবং লেবার পার্টির নেতৃত্বের ওপর চাপ প্রয়োগ করছেন।
টিউলিপ সিদ্দিকীর পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post