নিউজিল্যান্ড সরকার অভিবাসন প্রক্রিয়াকে আরও সহজ করতে ভিসা এবং কর্মসংস্থান সংক্রান্ত নিয়মে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এই পরিবর্তনগুলির ফলে দক্ষ কর্মী এবং শিক্ষার্থীদের জন্য নিউজিল্যান্ডে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। কাজের অভিজ্ঞতা, বেতন, ভিসার মেয়াদ এবং অন্যান্য বিষয়ে আনা এই পরিবর্তনগুলো অভিবাসী এবং শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য।
নতুন নিয়মগুলোর উল্লেখযোগ্য দিকগুলো নিচে তুলে ধরা হলো:
কাজের অভিজ্ঞতার মানদণ্ড হ্রাস: এখন থেকে অভিবাসীদের জন্য কাজের অভিজ্ঞতার প্রয়োজন তিন বছর থেকে কমিয়ে দুই বছর করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে অনেক দক্ষ কর্মীর জন্য নিউজিল্যান্ডে চাকরির সুযোগ আরও প্রশস্ত হবে।
মৌসুমি কর্মীদের জন্য নতুন ভিসা: অভিজ্ঞ মৌসুমি কর্মীদের জন্য তিন বছর মেয়াদী মাল্টি-এন্ট্রি ভিসা এবং কম দক্ষ মৌসুমি কর্মীদের জন্য সাত মাসের সিঙ্গেল-এন্ট্রি ভিসার ব্যবস্থা করা হয়েছে।
বেতন সংক্রান্ত শর্তের শিথিলতা: অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা (AEWV) এবং স্পেসিফিক পারপাস ওয়ার্ক ভিসার (PSWV) ক্ষেত্রে পূর্বনির্ধারিত বেতনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। এখন নিয়োগকর্তারা বাজারের প্রচলিত বেতনের হারের ভিত্তিতে কর্মীদের বেতন দিতে পারবেন।
পরিবার আনার ক্ষেত্রে আয়ের শর্ত: যদি কোনো অভিবাসী তাদের পরিবার, বিশেষ করে সন্তানদের নিউজিল্যান্ডে নিয়ে আসতে চান, তাহলে তাদের বার্ষিক আয় কমপক্ষে ৫৫ হাজার নিউজিল্যান্ড ডলার হতে হবে। এই নিয়মটি শুধুমাত্র AEWV হোল্ডারদের জন্য প্রযোজ্য।
ভিসার মেয়াদ বৃদ্ধি: অস্ট্রেলিয়ান ও নিউজিল্যান্ড স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন অব অকুপেশন (ANZSCO) লেভেল ৪ ও ৫ এর অধীনে কর্মরত কর্মীদের ভিসার মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে।
নির্মাণ শিল্পে নিয়োগের শর্ত শিথিল: নির্মাণ শিল্পে স্থানীয় কর্মীদের জন্য নির্ধারিত কোটা ৩৫% থেকে কমিয়ে ১৫% করা হয়েছে। এর ফলে এই সেক্টরে বিদেশি কর্মীদের জন্য কাজের সুযোগ বাড়বে।
শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা: পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার (PSWV) নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে মাস্টার্স ডিগ্রিধারীরা নিউজিল্যান্ডে তিন বছর পর্যন্ত কাজ করার অনুমতি পাবেন।
অন্তর্বর্তী কাজের অধিকার: ২০২৫ সালের এপ্রিল মাস থেকে, যারা স্টুডেন্ট ভিসা থেকে অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসায় (AEWV) পরিবর্তন করতে ইচ্ছুক, তারা ভিসা প্রক্রিয়াকরণের সময় অন্তর্বর্তীকালীন কাজের অধিকার ভোগ করতে পারবেন।
এই পরিবর্তনগুলো নিউজিল্যান্ডকে একটি আকর্ষণীয় কর্মস্থল এবং শিক্ষার গন্তব্য হিসেবে আরও প্রতিষ্ঠা করবে এবং বিশ্বজুড়ে দক্ষ কর্মী ও শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post