বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। তার এ সফরকে কেন্দ্র করে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ত্যাগ করবেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, খালেদা জিয়ার দেশে ফেরার সময়সূচি নির্ধারিত হবে। তবে এই সফর শুধু চিকিৎসার জন্য নয়, দীর্ঘ সাত বছর পর তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পুনর্মিলনের একটি আবেগঘন অধ্যায়ও রচনা করবে।
দলীয় সূত্র জানিয়েছে, লন্ডনে পৌঁছানোর পর খালেদা জিয়াকে সরাসরি হাসপাতালে ভর্তি করা হবে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি কিছুদিন তারেক রহমানের সঙ্গে কাটাবেন। এরপর তার চিকিৎসার আরও উন্নত ধাপ সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হবে।
বিএনপি মহলে এই সফর নিয়ে উত্তেজনা ও প্রত্যাশা তুঙ্গে। দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন এবং এই সফরকে তার সুস্থতার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন।
এই সফর বেগম জিয়ার ব্যক্তিগত ও পারিবারিক জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। দীর্ঘ সাত বছর পর মা-ছেলের এ পুনর্মিলন বিএনপির অভ্যন্তরে আবেগ ও ভালোবাসার এক বিশেষ অধ্যায় তৈরি করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post