আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনামলে গুমের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (তারিখ উল্লেখ করুন) প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অন্যান্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন-শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
এছাড়াও আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের সময়ে গুম এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সম্প্রতি আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। এই আদেশ ওই প্রসঙ্গেই গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
বিস্তারিত প্রতিবেদন আসছে…
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post