ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার সকালে মধ্যপ্রাচ্য থেকে আসা দুটি ফ্লাইটের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে।
জানা গেছে, দুবাই থেকে আসা ইউএস বাংলার ফ্লাইট সকাল ৬টা ২২ মিনিটে চট্টগ্রামে নামতে না পেরে ভারতের কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।
ঘন কুয়াশায় একই এয়ারলাইন্সের মাস্কাট থেকে চট্টগ্রামগামী আরেকটি ফ্লাইট সকাল সোয়া ৯টায় চট্টগ্রামে নামতে না পেরে ঢাকা এয়ারপোর্টে অবতরণ করে। তবে আগে থেকে শিডিউল পরিবর্তনের তথ্য জানাজানি হওয়ায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়নি।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান, পরবর্তীতে চট্টগ্রাম থেকে কলকাতায় ডাইভার্ট হওয়া ইউএস বাংলার ফ্লাইট ১৫২জন যাত্রী নিয়ে দুপুর ১২টা ৪ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে।
আর ঢাকার শাহজালালে ডাইভার্ট হওয়া ইউএস বাংলার ফ্লাইটটি ১৪৩ জন যাত্রী নিয়ে দুপুর ১২টা ৪৭মিনিটে শাহ আমানতে অবতরণ করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post