নতুন বছরে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা পাওয়ায় জটিলতা আরও বেড়েছে। আগের মতো সহজে বাংলাদেশের ভিসা পাচ্ছেন না ভারতীয় নাগরিকরা। সংশ্লিষ্টরা বলছেন, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনার প্রভাব পড়েছে ভিসার ওপর।
বাংলাদেশে যাওয়ার জন্য শীতের সকালে লাইন দিয়ে দাঁড়িয়েও ভিসার আবেদন জমা দিতে পারছেন না পশ্চিমবঙ্গবাসী। ভিসা সেন্টারে ভিসা জমা দিতে না পারায় প্রতিদিন অসংখ্য মানুষ ফিরে যাচ্ছেন। এ নিয়ে ক্ষোভ ও হতাশা বাড়ছে কলকাতায়।
কলকাতাস্থ ডেপুটি হাইকমিশন সূত্রে খবর, আগে প্রতিদিন গড়ে ৩৫০ থেকে ৪০০ জনকে বাংলাদেশের ভিসা দেওয়া হতো। কিন্তু বর্তমানে মাত্র ৭০ থেকে ৭৫টি ভিসা ইস্যু করা হচ্ছে।
এমনও বলা হচ্ছে, আগামী দিনগুলোতে ভারতীয় নাগরিকদের বাংলাদেশি ভিসা প্রদানের সংখ্যা আরও কমিয়ে আনা হবে। যদিও এ বিষয়ে মিশনের কোনো কর্মকর্তাই মুখ খুলতে চাননি।
পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা নিখিল চক্রবর্তী বাংলাদেশের বেড়াতে যাওয়ার জন্য ভিসার আবেদন করতে চেয়েছিলেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও ভিসা আবেদন জমা না দিতে পেরে হতাশ তিনি। নিখিল বলেন, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু এখন আমাদের জানিয়ে দেওয়া হলো, ভিসা জমা দেওয়ার স্লট শেষ, আর কোনো আবেদন জমা নেওয়া হবে না।
বাংলাদেশের ভিসা সেন্টার জানিয়েছে, তাদের কিছু করার নেই। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিদিনের জন্য নির্দিষ্ট স্লট ঠিক করা আছে। তার বাইরে যাওয়া সম্ভব নয়। এ কারণেই এমন সমস্যা দেখা দিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post