মালয়েশিয়ায় করেনা প্রতিরোধে দেশটির নির্মাণ খাতের ১০ লাখ কর্মী করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছে। সর্বশেষ রেকর্ডের ভিত্তিতে নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডে (সিআইডিবি) নিবন্ধিত প্রায় এক মিলিয়ন কর্মী করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ৭০ শতাংশ স্থানীয় এবং ৩০ শতাংশ বিদেশি কর্মী রয়েছেন।
মালয়েশিয়ার শ্রমমন্ত্রী ফাদিল্লাহ ইউসুফ বলেন, সিআইডিবির আওতাধীন নির্মাণ শিল্প ভ্যাকসিনেশন প্রোগ্রামের (সিআইভিএসি) আওতায় এই সেক্টরে কর্মীদের জন্য টিকা প্রক্রিয়া সক্রিয়ভাবে পরিচালনা করা হচ্ছে। এই খাতের ইনকুলেশন ত্বরান্বিত করার জন্য সরকার এবং বেসরকারি খাতের সহযোগিতামূলক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে নির্মাণ খাতের সব কর্মীদের টিকা দিতে প্রায় দুই মিলিয়ন ডোজ প্রয়োজন। যাতে এ খাতের কর্মীরা টিকা নিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান অব্যাহত রাখতে সক্ষম হন।
সুলতান কাবুস কুইজের ফলাফল দেখুন এই লিংকেঃ https://probashtime.net/sultan-khabus/
বৃহস্পতিবার (১ জুলাই) সিআইডিবি কনভেনশন সেন্টারে সিআইভিএসি প্রোগ্রামের টিকা প্রক্রিয়া পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় কোভিড -১৯ টিকাদান কর্মসূচির সমন্বয়মন্ত্রী খায়েরি জামালউদ্দিন।
এদিকে সিআইভিএসি কর্মসূচির আওতায় কোভিড -১৯ ভ্যাকসিন সরবরাহে অ্যাক্সেস গ্যারান্টি কমিটির (জে কেজেএভি) মাধ্যমে কুয়ালালামপুর, পুত্রজায়া এবং সেলেঙ্গরের ৪০ হাজার নির্মাণকর্মীদের জন্য ৮০ হাজার ডোজ ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post